Advertisement
Advertisement

Breaking News

গোলাপি টেস্ট

ইডেনে গোলাপি ইতিহাস, প্রথম দিনেই বেকায়দায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার

ইশান্ত-উমেশদের দুরন্ত স্পেল, ছয় উইকেট খুইয়ে ধুঁকছে বাংলাদেশ।

Pink ball test: Bangladesh in tight spot as batsman struggle
Published by: Subhamay Mandal
  • Posted:November 22, 2019 3:29 pm
  • Updated:November 22, 2019 4:01 pm  

বাংলাদেশ- ৭৩/৬ (শাদমান ইসলাম ২৯, উমেশ যাদব ৩/২৯)

মধ্যাহ্নভোজের বিরতি

Advertisement

সুলয়া সিংহ: ইডেনে ইতিহাস গড়ার দিনে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। ভারতে প্রথম দিন-রাতের টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে ল্যাজেগোবরে অবস্থা তাদের। প্রথম ঘণ্টাতেই চার উইকেট হারায় বাংলাদেশ। ইশান্ত-উমেশদের পেস ব্যাটারি তছনছ করে দেয় বাংলা টাইগারদের ব্যাটিং অর্ডার। মধ্যাহ্ণভোজের বিরতিতে ছয় উইকেট খুইয়ে ধুঁকছে মুশফিকুররা। স্কোরবোর্ডে রান মাত্র ৭৩। ক্রিজে টিকে রয়েছেন লিটন দাস (২৪) ও নইম হাসান (০)। এখনও রাতের আলোয় খেলা বাকি। যা পরিস্থিতি তাতে প্রথম দিনেই না অল আউট হয়ে যায় বাংলাদেশ।

এদিন বর্ণাঢ্য অনিুষ্ঠানের মধ্যে দিয়ে ইডেন গার্ডেন্সে সূচনা হয় দেশের প্রথম দিন-রাতের টেস্টের। ক্রিকেটের নন্দনকাননে ঐতিহাসিক গোলাপি উৎসবে শামিল হয়েছে গোটা বাংলা। এদিন ইডেন বেল বাজিয়ে খেলার শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনার কয়েনে টস হয় এদিন। টসে জেতার পর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মোমিনুল হক। কিন্তু প্রথম ঘণ্টাতেই বেকায়দায় পড়ে যায় তাঁরা। ১৭ রানে তিন উইকেট পড়ে যায় তাঁদের। তিনজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ওপেনার শাদমান ইসলামের ২৯ রানই এখনও পর্যন্ত প্রথম ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান।

[আরও পড়ুন: গোলাপি বলে বাজিমাত করতে ম্যাচের আগে বিরাটকে টিপস শেহওয়াগের]

তিন উইকেট নেন উমেশ যাদব এবং দুটি নেন ইশান্ত শর্মা। মহম্মদ শামি নেন একটি উইকেট। ভারতীয় পেস ব্যাটারির সামনে অসহায় দেখাচ্ছে বাংলা টাইগারদের। উমেশ যাদবের বলে মোমিনুল হকের ক্যাচ উড়ে গিয়ে ধড়েন রোহিত শর্মা। ঐতিহাসিক ইডেন টেস্টে প্রথম বল করেছিলেন ইশান্ত শর্মা। প্রথম বল খেলেছিলেন শাদমান ইসলাম। সঙ্গে সঙ্গে ইতিহাসের অঙ্গ হয়ে গিয়েছিলেন এই দু’জন। ইশান্ত আবার গোলাপি বলে প্রথম উইকেটও নিয়েছিলেন। তাঁর বলে এলবিডব্লিউ হয়েছিলেন ইমরুল কায়েস (৪)। ১৫ রানে পড়েছিল বাংলাদেশের প্রথম উইকেট। পরের দুই উইকেট পড়ে দুই রানের মধ্যে। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পদ্মাপাড়ের দল।

[আরও পড়ুন: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে ফিরছেন বিরাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement