Advertisement
Advertisement
Sourav Ganguly

বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সৌরভকে সরানো বেআইনি, অভিযোগে মামলা হাই কোর্টে

আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

PIL in Kolkata HC over Sourav Ganguly's exit from BCCI | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 5, 2022 4:13 pm
  • Updated:November 5, 2022 4:13 pm  

রাহুল রায়: বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) সরানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। বোর্ড সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেন বাদ দেওয়া হল? এই প্রশ্ন তুলে মামলাটি করেন সুভাষচন্দ্র আগরওয়াল নামের এক ব্যক্তি। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

মামলাকারীর বক্তব্য, “বিসিসিআইয়ের (BCCI) সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি!” মামলাকারীর আরও প্রশ্ন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুত্র জয় শাহ যদি পুনর্বার বোর্ডে থাকতে পারেন। তবে সৌরভ নয় কেন? তাঁকে কি রাজনৈতিক কারণে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে?” সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যে কোনও ব্যক্তি বিসিসিআই এবং রাজ্য ক্রিকেট সংস্থায় আলাদা আলাদাভাবে ছ’বছর পর্যন্ত প্রশাসকের পদে থাকতে পারেন। তাতে কোনও আইনি বাধা নেই।

Advertisement

[আরও পড়ুন:  ভিনু মানকড়ের পাশে দাঁড়িয়ে মানকাডিংকেই ‘স্বীকৃতি’ দিয়েছিলেন ক্রিকেটের আদিপুরুষ ডব্লিউ জি গ্রেস]

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষপদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অপসারণ নিয়ে এখনও জলঘোলা চলছে ভারতের ক্রিকেট মহলে। চলতি বছরই বোর্ড সভাপতি হিসাবে সৌরভের মেয়াদ শেষ হয়েছে। সচিব জয় শাহ-সহ (Jay Shah) সৌরভের কমিটির একাধিক সদস্য বোর্ডের নতুন কমিটিতে জায়গা পেলেও সৌরভকে দ্বিতীয়বারের জন্য বোর্ড সভাপতি করা হয়নি। ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত অনেকেরই ধারণা, সৌরভ বোর্ড রাজনীতির শিকার হয়েছেন। এমনকী এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) সেই অভিযোগে সরব হয়েছেন।

[আরও পড়ুন: নজরে ভারতের পরমাণু মিসাইল টেস্ট! সমুদ্রে ওঁত পেতে চিনা নজরদারি জাহাজ]

এমনকী, বিসিসিআইয়ের পদ ছাড়ার পর আইসিসির (ICC) চেয়ারম্যান পদেও প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছিল সৌরভের। শেষপর্যন্ত সেটাও হয়নি। তবে, তাঁর সরে যাওয়া নিয়ে বিস্তর জলঘোলা হলেও প্রাক্তন বোর্ড সভাপতি নিজে এখনও এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement