Advertisement
Advertisement
চারুলতা দেবী

জনপ্রিয়তার শীর্ষে ভারতীয় ‘সুপারফ্যান’, এবার পেপসি’র বিজ্ঞাপনে ৮৭ বছরের ‘যুবতী’

চারুলতা প্যাটেলের এনার্জি অবাক করেছে গোটা বিশ্বকে।

Pepsi collaborates with elderly Team India fan Charulata Patel
Published by: Sulaya Singha
  • Posted:July 9, 2019 12:56 pm
  • Updated:July 9, 2019 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে বাইশ গজের নায়ক যদি হন রোহিত শর্মা, তবে নিঃসন্দেহে গ্যালারির নায়িকা ৮৭ বছরের ‘যুবতী’। ভারতীয় সমর্থক চারুলতা প্যাটেল। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে ওঠা সেই চারুলতা দেবীকেই এবার দেখা যাবে পেপসির বিজ্ঞাপনে। নজরকাড়া জনপ্রিয়তার জন্যই বিজ্ঞাপনের নতুন মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে তাঁকে।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে হুইল চেয়ারে বসে ভারতকে চিয়ার করেছিলেন ৮৭ বছরের ‘যুবতী’। কখনও দম নিয়ে ভেঁপু বাজাচ্ছেন, তো কখনও রোহিত শর্মার সেঞ্চুরির পর হাত নেড়ে তাঁকে সংবর্ধনা জানাচ্ছেন। তাঁর এনার্জি অবাক করেছিল গোটা বিশ্বকে। দলকে চিয়ার করার পুরস্কারও পেয়েছিলেন। ম্যাচ শেষে তাঁর আশীর্বাদ পেতে ছুটে গিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আশীর্বাদ দিয়ে তাঁদের গালে হাত বুলিয়ে দেন চারুলতা দেবী। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন তাঁরা। কোহলির গালে চুমু খেয়ে তাঁকে আদরও করেন চারুলতা। নিজের অটোগ্রাফ দেওয়া একটি টুপি তাঁকে উপহার দেন রোহিত। এরপর ক্যাপ্টেন কোহলির দেওয়া টিকিটে শ্রীলঙ্কা ম্যাচ দেখতেও হাজির হয়েছিলেন এই ভারতীয় ‘সুপারফ্যান’। আশির গণ্ডি পেরনো এনার্জিতে ভরপুর এই ‘যুবতী’কে এবার দেখা যাচ্ছে পেপসির ডিজিটাল প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে।

Advertisement

[আরও পড়ুন: সেমিফাইনালের আগে নিজের বিষয়ে এই তথ্য জেনে অবাক কোহলি!]

পেপসির মুখপাত্র বলেন, “ক্রেতাদের পছন্দ-অপছন্দ জানতে প্রতিনিয়তই পরীক্ষা-নিরীক্ষা করে চলেছে কোম্পানি। তা সে বলিউড তারকাকে এনে হোক কিংবা ক্রীড়াদুনিয়ার কোনও ব্যক্তিত্ব। চলতি বছর ফেব্রুয়ারিতে পেপসির নয়া অভিযান শুরু হয়েছে। স্টাইলের সঙ্গে প্রাণ খুলে বাঁচাকেই আমরা গুরুত্ব দিই।” এবার পেপসির চোখ দিয়ে প্রাণোবন্ত চারুলতা দেবীর ‘সোয়্যাগ’ ফুটিয়ে তোলা হয়েছে। এই বিজ্ঞাপনে বার্তা দেওয়া হয়েছে, বয়স সংখ্যা মাত্র। ৮৭ বছরেও এক ভক্তের ক্রিকেটের প্রতি ভালবাসা অটুট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চারুলতা দেবী জানান, ১৯৮৩ বিশ্বকাপ ফাইনালের দিনও গ্যালারিতে ছিলেন তিনি। ঐতিহাসিক সেই দিনে কপিল দেবের হাতে বিশ্বজয়ের ট্রফি উঠতে দেখেছিলেন। মাঝে বেশ কয়েক বছর মাঠে গিয়ে খেলা দেখার সময়-সুযোগ হয়নি তাঁর। তবে নিয়মিত ক্রিকেটের খবর রাখতেন। ফের স্টেডিয়ামে গিয়ে ভারতীয় দলকে চিয়ার করতে পেরে উচ্ছ্বসিত চারুলতা প্যাটেল।

[আরও পড়ুন: নিউজিল্যান্ডের সেরা বোলিংই আজ কোহলিদের কাছে চ্যালেঞ্জ, মত সৌরভের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement