সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে মুখ পুড়েছে। কিন্তু তাতেও ভুল স্বীকার করতে নারাজ পাক ক্রিকেট বোর্ড। উলটে আইসিসির উপরেই দোষ চাপাচ্ছে তারা! এমনকি এই মর্মে আইসিসির কাছে জবাবদিহি চেয়ে চিঠিও দিয়েছে পাক বোর্ড। সবমিলিয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে প্রবল চাপে পাকিস্তান।
আইসিসির নিয়ম অনুযায়ী, যে কোনও টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শনিবার লাহোরের গদ্দাফিতে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। সেই ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত চলার সময় আচমকা বেজে ওঠে জনগণমন-অধিনায়ক জয় হে…। অবাক হয়ে যান অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং দর্শকরা। যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই ভুল বুঝতে পারেন আয়োজকরা। ভারতের জাতীয় সঙ্গীত মাঝপথে থামিয়ে অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার অর্থাৎ অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত চালানো হয়।
কিন্তু এই ঘটনার ভিডিও হু হু করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে যায়। আঙুল ওঠে আয়োজক দেশ পাকিস্তানের দিকে। কিন্তু কেন ভুল জাতীয় সঙ্গীত বাজল? প্রশ্ন ওঠে আয়োজক দেশ পাকিস্তানের ভূমিকা নিয়ে। কিন্তু এই ভুলের দায় পুরোপুরি আইসিসির উপর চাপাচ্ছে পাক বোর্ড। আইসিসি সূত্রে খবর, ভুল জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে পিসিবি তাদের থেকে জবাব চেয়েছে।
ঠিক কী অভিযোগ পাক বোর্ডের? তাদের দাবি, ভারত তো পাকিস্তানে খেলছে না। তাহলে ভারতের জাতীয় সঙ্গীত কেন প্লে লিস্টে রাখা হল? জাতীয় সঙ্গীতের প্লে লিস্ট বানানোর দায়িত্ব থাকে আইসিসির উপরে। সেকারণেই পাক বোর্ডের অভিযোগ, আইসিসির গাফিলতিতেই মাঠে ভুল জাতীয় সঙ্গীত বেজে উঠেছে। কেন এমনটা হল, তার বিস্তারিত কারণ জানতে চেয়ে আইসিসির গভর্নিং বডিকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে পাক বোর্ড। কিন্তু কী করে এমন ঘটনা ঘটল, সেই নিয়ে অন্ধকারে আইসিসিও, খবর সূত্রের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.