Advertisement
Advertisement
Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় পদক্ষেপ, দল পাঠাতে ভারতের উপর চাপ বাড়াচ্ছে আয়োজক পাকিস্তান?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর ১০০ দিনও বাকি নেই।

PCB takes new step on Champions Trophy amidst row

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:November 21, 2024 9:04 pm
  • Updated:November 21, 2024 9:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল পাকিস্তান। দল পাঠানো নিয়ে ভারত যাই বলুক না কেন, আয়োজক দেশ হিসাবে একের পর এক পদক্ষেপ করে চলেছে পিসিবি। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফের নতুন এক পদক্ষেপ করেছে পাক বোর্ড। তার পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তানেই খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে তারা খেলবে না। ভারতের মতে, ক্রিকেট দলের উপর বড়সড় হামলা চালাতে পারে জঙ্গিরা। অন্যদিকে নিজের অবস্থানে অনড় পাকিস্তানও। সেদেশের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না। হাইব্রিড মডেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে নারাজ পাকিস্তান।

Advertisement

তার মধ্যেই আচমকা জল্পনা ছড়ায়,হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য পাক বোর্ডের সঙ্গে নাকি লাগাতার আলোচনা করছে আইসিসি। যদিও ভারতের দাবি মেনে আইসিসি যদি হাইব্রিড মডেলে সায় দেয় তাহলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করবে বলেও জল্পনা ছিল। তাতে ক্ষিপ্ত হয়ে আইসিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেয় টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থাগুলো। কারণ পাকিস্তান নাম প্রত্যাহার করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচ থাকবে না। তার জেরে আর্থিক ক্ষতি হতে পারে টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থাগুলোর।

সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রতিদিন জটিলতা বাড়ছে। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার নতুন একটি বিবৃতি জারি করেছে পাক বোর্ড। সেখানে বলা হয়েছে, পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দকে চ্যাম্পিয়ন্স ট্রফির ডিরেক্টর নিযুক্ত করা হল। তার পর থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তানে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? নাকি হাইব্রিড মডেলে খেলা হবে টুর্নামেন্ট?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement