Advertisement
Advertisement
PCB BCCI

টাকা আছে বলেই মাথা নত করা উচিত নয়, এশিয়া কাপ নিয়ে ফের BCCIকে তোপ পাক তারকার

খেলার সঙ্গে বোর্ডের আর্থিক প্রতিপত্তিকে গুলিয়ে ফেলা উচিত নয়, মত প্রাক্তন তারকার।

PCB should not bend to Financial superiority, Pak cricketer takes a dig at BCCI | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 5, 2023 7:16 pm
  • Updated:April 5, 2023 7:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup) খেলতে রোহিত শর্মারা পাকিস্তানে যাবেন কিনা, তা নিয়ে বিতর্কের শেষ নেই। নিরপেক্ষ দেশে গিয়ে খেলতে পারে ভারতীয় দল, এমন সম্ভাবনার কথাও উঠে আসছে। তবে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান বোর্ডের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এহেন পরিস্থিতিতে ভারতীয় বোর্ডকে বিঁধলেন প্রাক্তন পাক ক্রিকেটার মইন খান। তাঁর মতে, বোর্ডের আর্থিক প্রতিপত্তি অনুযায়ী কাজ করলে কোনওদিন ক্রিকেট মাঠের সমস্যা কমবে না। 

বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ সাফ জানিয়েছিলেন, পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারতীয় দল। দরকার পড়লে এশিয়া কাপ অন্যত্র আয়োজিত হবে। পরে শোনা যায়, শুধু ভারতের ম্যাচগুলি পাকিস্তানের বাইরে খেলা হতে পারে। এই বিষয়ে পাকিস্তান বোর্ডের তরফে সরকারি কোনও ঘোষণা করা হয়নি। তবে পাক বোর্ডের তরফে বলা হয়, অন্য দেশে ভারতের ম্যাচ আয়োজন করার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই বিবেচনা করছে তারা। 

Advertisement

[আরও পড়ুন: শুভেচ্ছা বা অভিনন্দন নয়, বলুন শুভনন্দন! নতুন শব্দ শেখালেন মুখ্যমন্ত্রী]

এহেন পরিস্থিতিতে প্রাক্তন পাক ক্রিকেটার মইন বলেন, “ভারত কেন পাকিস্তানে এসে খেলবে না, সেই নিয়ে আলোচনা করতে হবে। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় কূটনীতি থাকা দরকার। ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে, তাহলে পাকিস্তানেরও উচিত ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করা। যদি ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়, তাহলে পাকিস্তানের ক্ষেত্রেও একই নিয়ম হওয়া উচিত।”

আরও একধাপ এগিয়ে নিজের দেশের বোর্ডকে বার্তা দিয়েছেন মইন। তিনি বলেন, “খেলার মধ্যে রাজনীতি টেনে আনা উচিত নয়। যদি বোর্ডের আর্থিক অবস্থা দেখে কেউ নিজের অবস্থান পালটে ফেলে, সেটা একেবারেই কাম্য নয়। প্রত্যেকটি দেশ নিজেদের যোগ্যতায় খেলে। আর্থিক প্রতিপত্তির প্রভাব যদি খেলায় পড়ে সেটা ক্রিকেটীয় আদর্শের পরিপন্থী।” 

[আরও পড়ুন: পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিন, অশান্তি মামলায় রাজ্যকে পরামর্শ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement