Advertisement
Advertisement

Breaking News

Vivian Richards

বিশ্বকাপে পাকিস্তানের মেন্টর হতে পারেন এই কিংবদন্তি ক্রিকেটার, কে তিনি?

জোরকদমে আলোচনা শুরু করেছে পিসিবি।

PCB interested in roping in Sir Vivian Richards as mentor for ICC T20 World Cup
Published by: Krishanu Mazumder
  • Posted:May 21, 2024 3:17 pm
  • Updated:May 21, 2024 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে ভালো পারফরম্যান্স তুলে ধরতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যর ভিভ রিচার্ডসকে চাইছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রিচার্ডসকে পাওয়ার জন্য ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে পিসিবি। বিশ্বকাপে পাকিস্তান মেন্টর হিসেবে চাইছে ভিভ রিচার্ডসকে। 
বিশ্বকাপের প্রথম পর্বে পাকিস্তানের চারটি ম্যাচ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রথম পর্বের হার্ডল টপকালে পাকিস্তানকে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলির জন্যই রিচার্ডসকে চাইছে পাকিস্তান। সেখানে রিচার্ডসের অভিজ্ঞতা কাজে লাগবে পাকিস্তানের। 

[আরও পড়ুন: একধাপ দূরে ফাইনাল, জার্মানি থেকে নাইটদের শুভেচ্ছাবার্তা হ্যারি কেনের]

পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটরসের মেন্টর হিসেবে কাজ করেছেন রিচার্ডস। তাঁর কাজে সন্তুষ্ট পিসিবি। ওয়েস্ট ইন্ডিজে পাকিস্তান খেলার সময়ে স্যর ভিভের পরামর্শ এবং তাঁর উপস্থিতি ভীষণ কাজে লাগবে বলেই মনে করছেন পিসিবি কর্তারা।
তবে ভিভ রিচার্ডস এখনও সম্মতি দেননি বলেই জানানো হয়েছে পিসিবি-র তরফে। এছাড়াও মিডিয়া কমিটমেন্ট রয়েছে রিচার্ডসের। সেই সমস্যার সমাধানের উপায় খুঁজছে পিসিবি।
বিশ্বকাপে পাকিস্তান নামছে ৬ জুন। তাদের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। এ গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, কানাডা ও আয়ারল্যান্ড।

Advertisement

[আরও পড়ুন: আইপিএল যেন ভারতের হয়ে খেলার শর্টকাট না হয়, বোর্ডকে সাবধানবাণী গম্ভীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement