Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy

দুবাইয়ে থাকলেও পুরস্কার মঞ্চে ডাকাই হয়নি পাক প্রতিনিধিকে! আইসিসির ভূমিকায় ক্ষুব্ধ পিসিবি

পাক বোর্ডের সিইও সুমের আহমেদ নাকি ফাইনালের সময়ে দুবাইয়ে গিয়েছিলেন।

PCB fumes over snubbing representative from Champions Trophy
Published by: Anwesha Adhikary
  • Posted:March 10, 2025 3:40 pm
  • Updated:March 10, 2025 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টের শেষে পুরস্কার মঞ্চে নেই তাদেরই কোনও প্রতিনিধি! সেই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক হয়েছে নেটদুনিয়ায়। এহেন পরিস্থিতিতে বিতর্ক আরও বাড়াল পাক বোর্ড। তাদের দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের সময়ে দুবাইয়ে হাজির ছিলেন তাদের প্রতিনিধি। কিন্তু তাঁকে পুরস্কার মঞ্চে ডাকাই হয়নি!

আসলে নামেই আয়োজক। গোটা টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে। সেটা পরিকাঠামো হোক বা ম্যাচ আয়োজন। নিরাপত্তা জনিত কারণে পাকভূমে যায়নি ভারত। রোহিতরা ম্যাচ খেলেছেন দুবাইয়ে। কিন্তু তা বলে ট্রফি দেওয়ার অনুষ্ঠানে কেউ উপস্থিত থাকবেন না? যতই হোক, তারাই তো আয়োজক। এমনকী ফাইনালে গ্যালারিতেও দেখা যায়নি তাদের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হয়তো পাক বোর্ডের প্রতিনিধিকে দেখা যাবে বলে অনুমান করেছিলেন অনেকে। কিন্তু যাবতীয় পুরস্কার তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনিও এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

Advertisement

গোটা ঘটনায় প্রশ্ন উঠছে, আয়োজক হয়েও কেন সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন না পাক বোর্ডের প্রতিনিধিরা? সেটা কি ভারতের সাফল্যে ‘রাগ’করে? প্রশ্ন তুলছেন প্রাক্তন পাক তারকা শোয়েব আখতারও। কেন পাক প্রতিনিধিরা পুরস্কার তুলে দিলেন না? সপাট প্রশ্ন তাঁর। যদিও ফাইনালের দিন এই নিয়ে টুঁ শব্দটি করেননি পাক বোর্ডের আধিকারিকরা। পরের দিন আচমকাই পাক বোর্ড সূত্রে জানা যায়, রবিবার নাকি দুবাইয়ে হাজির ছিলেন তাদের প্রতিনিধি।

সূত্রের খবর, পাক বোর্ডের সভাপতি মহসিন নকভি যেহেতু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সংক্রান্ত কাজের জন্য দুবাই যেতে পারেননি। আগে থেকেই নাকি বিষয়টি জানা ছিল। কিন্তু তার পরিবর্তে পাক বোর্ডের সিইও সুমের আহমেদকে দুবাইয়ে পাঠানো হয়। কিন্তু আইসিসির কাছে সেই তথ্য ছিল না। তাই ফাইনালের আয়োজকরা মঞ্চে ডাকেননি সুমেরকে। জানা গিয়েছে, পাক প্রতিনিধিকে মঞ্চে না ডাকা নিয়ে ক্ষিপ্ত পাক বোর্ড। আইসিসির কাছে নাকি এই বিষয়টি নিয়ে অভিযোগ জানাবে তারা। কিন্তু প্রশ্ন উঠছে, পাক বোর্ডের তরফে কেন বিষয়টি আগে থেকেই আইসিসিকে জানানো হয়নি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub