Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

প্রীতির দলে যেতে চাননি, লখনউ জার্সিতে ব্যর্থ হতেই ২৭ কোটির পন্থকে চরম কটাক্ষ পাঞ্জাবের

পাঞ্জাবে যোগ দিতে একেবারেই আগ্রহী ছিলেন না পন্থ।

IPL 2025: PBKS takes a dig at Rishabh Pant after losing
Published by: Anwesha Adhikary
  • Posted:April 2, 2025 7:29 pm
  • Updated:April 3, 2025 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL 2025) নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেয়েছেন। তবে নিলামের আগে বেশ চিন্তায় ছিলেন সেই ঋষভ পন্থ (Rishabh Pant)। ভয় ছিল, যদি তাঁকে পাঞ্জাব কিংস কিনে নেয়? এবার পন্থের সেই মন্তব্যকে হাতিয়ার করল পাঞ্জাব। লখনউ অধিনায়ককে বিঁধে তারা পোস্ট করেছে সোশাল মিডিয়ায়।

পন্থকে নিয়ে নিলামের টেবিলে ঝড় উঠবে এমনটা জানাই ছিল। তবে তাঁরও আগে নিলামে ডাকা হয় শ্রেয়স আইয়ারের নাম। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় গতবারের আইপিএলজয়ী অধিনায়ককে কিনে নেয় পাঞ্জাব কিংস। পন্থকে নিয়েও দর হাঁকাহাঁকি চরমে ওঠে। ২০ কোটি পর্যন্ত দাম তোলে লখনউ সুপার জায়ান্টস। পন্থকে দলে রাখতে চেয়ে আরটিএম কার্ড ব্যবহার করে দিল্লিও। কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা ২৭ কোটি টাকা দর বেঁধে দেন। সেই বিপুল অঙ্ক আর রাজি হতে পারেনি দিল্লি ম্যানেজমেন্ট। ২৭ কোটি টাকায় লখনউয়ে যান পন্থ।

Advertisement

তারপরেই একটি সাক্ষাৎকারে তারকা উইকেটকিপার বলেন, “নিলামের সময় আমার একটাই টেনশন ছিল, সেটা পাঞ্জাবকে নিয়ে।” অর্থাৎ পাঞ্জাবে যোগ দিতে একেবারেই আগ্রহী ছিলেন না পন্থ। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে মোটেই ভালো ফর্মে নেই লখনউ। ২৭ কোটি টাকা দর পাওয়া পন্থও সুপার ফ্লপ। পাঞ্জাবের বিরুদ্ধেও একপেশেভাবে ম্যাচ হারে লখনউ। আট উইকেটে জিতে পয়েন্ট টেবিলে দু’নম্বরে উঠে এসেছে শ্রেয়স আইয়ারের দল।

ম্যাচ শেষের পরেই নাম না করে পন্থকে খোঁচা দিল পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট। এক্স হ্যান্ডেলে অধিনায়ক শ্রেয়সের একটি ভিডিও পোস্ট করেছে পাঞ্জাব। ক্যাপশনে লেখা, “আমাদের টেনশন তো নিলামের সময়ই শেষ হয়ে গিয়েছিল”। অর্থাৎ পন্থ টেনশনে থাকলেও পাঞ্জাবের কোনও দুশ্চিন্তাই ছিল না। যদিও সোশাল মিডিয়া পোস্টের কোথাও পন্থের নাম উল্লেখ করেনি পাঞ্জাব। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub