Advertisement
Advertisement
SL vs AFG

ভেঙে গেল শেহওয়াগ-গেইলের রেকর্ড! আফগানদের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করা ব্যাটারকে চিনে নিন

দুরন্ত ইনিংস দেখে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।

Pathum Nissanka becomes first Sri Lanka player to hit double century in ODI cricket and broke the record of Virender Sehwag and Chris Gayle। Sangbad Pratidin

ভেঙে গেল শেহওয়াগ ও গেইলের রেকর্ড।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 9, 2024 8:35 pm
  • Updated:February 9, 2024 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার (Sri Lanka) প্রথম ক্রিকেটার হিসাবে নজির গড়লেন পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka)। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। মাত্র ১৩৬ বলে এই ডানহাতি ওপেনার ডাবল সেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত ১৩৯ বলে ২১০ রানে অপরাজিত রইলেন তিনি। ১৫১.০৭ স্ট্রাইক রেট বজায় রেখে মারলেন ২০টি চার ও ৮টি ছক্কা।

এই মহাকাব্যিক ইনিংসের সুবাদে একদিনের ক্রিকেটে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে ডাবল সেঞ্চুরি করলেন পাথুম নিশাঙ্কা। টপকে গেলেন ক্রিস গেইল (Chris Gayle), বীরেন্দ্র শেহওয়াগকে (Virender Sehwag)। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১৪০ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন নজফগড়ের নবাব। এর পর ২০১৪ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ‘ইউনিভার্স বস’।

Advertisement

[আরও পড়ুন: ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে কোন ইতিহাস গড়লেন পৃথ্বী শ? জানলে চমকে যাবেন]

Pathum Nissanka
ডাবল সেঞ্চুরি করার পর পাথুম নিশাঙ্কা। ছবি: X হ্যান্ডেল

দ্রুততম ডাবল সেঞ্চুরি করার তালিকায় শীর্ষে রয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। টিম ইন্ডিয়ার বাঁহাতি ওপেনার বাংলাদেশের বিরুদ্ধে ২০২৩ সালে মাত্র ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ১২৮ বলে ডাবল সেঞ্চুরি করে দ্বিতীয়স্থানে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ২০২৩ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ১২৮ বলে ডাবল সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিলেন ‘ম্যাড ম্যাক্স’।

পাথুম নিশাঙ্কার ইনিংস দেখতে মাঠে হাজির উপস্থিত ছিলেন সনৎ জয়সূর্য। তাঁর সামনে তাঁর নজিরই ভেঙে দিলেন শ্রীলঙ্কার ওপেনার। শ্রীলঙ্কার ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল জয়সূর্যেরই। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে ১৮৯ রান করেছিলেন তিনি। কিন্তু ম্যাচের ৪৯তম ওভারের পঞ্চম বলে গুলবাদিন নাইবের বলে দু’রান নিয়ে জয়সূর্যের রান টপকে যান নিসঙ্ক। ষষ্ঠ বলে তিনি ছয় মারেন। শেষ ওভারের দ্বিতীয় বলে চার মেরে ২০০ রানে পৌঁছে যান নিশাঙ্কা।

সব মিলিয়ে, একদিনের ক্রিকেটে মোট ডাবল সেঞ্চুরির সংখ্যা ১২। তাঁদের মধ্যে ১০ম ব্যাটার হিসাবে দ্বিশতরান করেছেন নিশাঙ্কা। ভারতের অধিনায়ক রোহিত শর্মার একাই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। এছাড়া ভারতীয়দের মধ্যে শচীন তেন্ডুলকর, শেহওয়াগ, শুভমান গিল ডাবল সেঞ্চুরি করেছেন। তাঁদের পাশাপাশি এই তালিকায় রয়েছেন ম্যাক্সওয়েল, গেইল, মার্টিন গাপ্টিল, ফকর জামানের মতো ব্যাটার।

[আরও পড়ুন: প্রকাশ্যে এল ধোনির চেন্নাইয়ের নতুন আদলের জার্সি, দেখুন ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement