সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোরে তৃতীয় টেস্টের বল গড়াবে ১ মার্চ। সেই টেস্টে খেলবেন না প্যাট কামিন্স (Pat Cummins)। পারিবারিক কারণে সিডনিতেই তিনি থেকে যাবেন বলে স্থির করেছেন। ভারতে এখনই আর ফিরবেন না তিনি। কামিন্স না ফেরায় অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ (Steve Smith)।
দিল্লিতে হারের অব্যবহিত পরেই ভারত ছাড়েন কামিন্স। সিডনিতে উড়ে যান এই পেসার। কামিন্সের মা গুরুতর অসুস্থ। আগে স্থির ছিল সপ্তাহান্তে ফিরবেন কামিন্স। দলের ইন্দোরে রবিবার যোগ দেবেন তিনি। কিন্তু মায়ের শারীরিক অবস্থার কথা ভাবনাচিন্তা করে কামিন্স পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।
কামিন্স বলেন, ”আমার মা গুরুতর অসুস্থ। মা প্যালিয়েটিভ কেয়ারে রয়েছে। সেই কারণেই পরিবারের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং সতীর্থদের কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছি।সবাইকে অত্যন্ত ধন্যবাদ।”
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। টেস্ট সিরিজের পর শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজ। সেই ওয়ানডে সিরিজেও কামিন্স দলের অধিনায়ক। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কামিন্স ভারতে আর ফিরবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ইন্দোর টেস্টের আগে মিচেল স্টার্ক ফিট হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার পেস বোলিং শক্তি দুর্বল হয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে।
এবারের সিরিজে অস্ট্রেলিয়া একেবারেই ছন্দে নেই। দুটো টেস্ট ম্যাচ তারা হেরে গিয়ছে। চোটআঘাতের জন্য দেশে ফিরে গিয়েছেন অেকে। ওপেনার ডেভিড ওয়ার্নারও রয়েছেন এই তালিকায়। এবার কামিন্সও জানিয়ে দিলেন তাঁর পক্ষে ভারতে ফেরা সম্ভব নয়। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং বিভাগে রয়েছেন স্কট বোল্যান্ড এবং ল্যান্স মরিস। নাগপুরের প্রথম টেস্টে কামিন্সের পাশে খেলেছিলেন বোল্যান্ড। কিন্তু দিল্লি টেস্টে অস্ট্রেলিয়া তিন স্পিনার নামায়। ফলে বোল্যান্ড খেলেননি। এদিকে জোশ হ্যাজলউড, ডেভিড ওয়ার্নার ও অ্যাশটন অ্যাগার দেশে ফিরে গিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.