সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজা রবার্ট ব্রুসের সেই গল্পটা মনে আছে? মাকড়সার জাল বোনার ধৈর্য দেখে যিনি জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েও যিনি হাল ছাড়েননি। সপ্তমবার এসেছিল কাঙ্খিত জয়। সেই গল্পের বাস্তব রূপের সাক্ষী রইল অ্যাডিলেডের বাইশ গজ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টজয়ী দলের সদস্য হয়ে উঠতে দীর্ঘ সাত বছরের অপেক্ষা করতে হল বিরাট কোহলিকে।
বছর চারেক আগে এই অ্যাডিলেডে বিরাটের সেঞ্চুরি কাজে লাগেনি। শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। সোমবার পালটে গেল ছবিটা। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ডনের দেশে প্রথমবার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়ের ইতিহাস গড়লেন কোহলি। শুধু তাই নয়, প্রথম এশিয়ান ক্যাপ্টেন হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় জয়ের স্বাদ পেলেন। তিনি দু্র্দান্ত ব্যাটিং ও বোলিংয়ে পর্যুদস্ত করলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে এর জন্য এখনই উচ্ছ্বাসে গা ভাসাতে রাজি নন অধিনায়ক। জানেন, শুরু ভাল হলেও রাস্তা অনেকখানি বাকি। তাই গোটা সিরিজে এই ছন্দ ধরে রাখাই এখন তাঁর একমাত্র লক্ষ্য।
স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিটা যেন বর্তমান অজি দলের কঙ্কালসার চেহারাই প্রকাশ্যে এনেছে। আর তাঁদের অনুপস্থিতি পুরোদমে কাজে লাগায় টিম ইন্ডিয়া। শুধু তো ৩১ রানে জয় নয়, অ্যাডিলেডে নতুন রেকর্ডও গড়লেন দলের তরুণ তুর্কি ঋষভ পন্থ। এক টেস্টে ১১টি ক্যাচ নিয়ে কিংবদন্তি উইকেটকিপার জ্যাক রাসেল ও এবি ডিভিলিয়ার্সের সঙ্গে এক আসনে বসলেন। এর আগে ভারতীয়দের মধ্যে এক টেস্টে সর্বোচ্চ ১০টি ক্যাচ ধরার মালিক ছিলেন ঋদ্ধিমান সাহা। তবে শেষ মুহূর্তে নাথান লিয়নের ক্যাচ মিস করায় বিশ্বরেকর্ড আর গড়া হল না পন্থের।
তবে ক্যাঙারুর দেশে যে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে গোটা দল, তাতে খুশি ক্যাপ্টেন কোহলি। যদিও সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানালেন, দলের অন্যরা যখন জয় সেলিব্রেট করছেন তখন মন খারাপ ইশান্ত শর্মার। কেন? কারণ ভারত যখন জয়ের দোরগোড়ায়, তখন নো-বল করে বসেন তিনি। তাঁর মতো অভিজ্ঞ পেসারের থেকে যে ভুল একেবারেই কাম্য নয়। ফলে নিজের ডেলিভারিতে আফশোস করছেন ইশান্ত। ভবিষ্যতে যাতে এমন ভুল আর না হয়, সেই প্রতিজ্ঞাই করছেন তিনি। অ্যাডিলেডে অজি বধই জয়ই চার টেস্টের সিরিজের আকর্ষণ বাড়িয়ে দিল অনেকখানি। আর সেই সঙ্গে বিরাটদের উপর বাড়ল প্রত্যাশার চাপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.