Advertisement
Advertisement

Breaking News

Mohammad Amir

ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর আমিরের, দুদিনে ‘দ্বিতীয় অবসর’ দুই পাক তারকার

আমিরের একদিন আগেই অবসর ঘোষণা করেছেন ওই পাক তারকা।

Pakistan's Mohammad Amir announces retirement from International cricket again
Published by: Subhajit Mandal
  • Posted:December 14, 2024 5:43 pm
  • Updated:December 14, 2024 5:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পাক পেসার মহম্মদ আমির। বছর চারেক আগে একবার অবসর ঘোষণা করেও পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আমির। ফের তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। আমির একা নন, একদিন আগেই দ্বিতীয়বার অবসর নিয়েছেন আর এক পাক তারকা ইমাদ ওয়াসিম।

মহম্মদ আমির একটা সময় বিশ্ব ক্রিকেটের ত্রাস হিসাবে উঠে এসেছিলেন। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের জার্সিতে প্রথমবার মাঠে নামেন এই বাঁ-হাতি পেসার। স্পট ফিক্সিং কাণ্ডে দীর্ঘদিন নির্বাসনে ছিলেন। ২০২০ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সমস্যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তার পরেও নিয়মিত ভাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। ২০২০ সালে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৩২ বছর বয়সি এই পেসার।

Advertisement

পরে টি-২০ বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন। বিশ্বকাপের দলে সুযোগও পান। কিন্তু পাকিস্তান বিশ্বকাপে বিশেষ কিছু করে উঠতে পারেনি। বিশ্বকাপের পর আর সেভাবে সুযোগ পাচ্ছিলেন না আমির। সম্ভবত সেকারণেই তাঁর দ্বিতীয়বার অবসর। সিদ্ধান্ত ঘোষণার সময় আমির বলেন, “এটা কঠিন সিদ্ধান্ত। তবে পরবর্তী প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার এটাই সঠিক সময়।”

আমিরের একদিন আগেই অবসর ঘোষণা করেছেন আর এক পাক তারকা ইমাদ ওয়াসিম। তাঁর গল্পটাও অনেকটা একই রকম। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ওয়াসিম। তারপর পিএসএলে তাঁর ফর্ম দেখে পাক বোর্ডের কর্তারা তাঁর সঙ্গে কথা বলে অবসর ভাঙান। টি-২০ বিশ্বকাপের দলে পাঠানো হয় তাঁকে। কিন্তু বিশ্বকাপে তিনিও সেভাবে নজর কাড়তে পারেননি। জাতীয় দলের চৌহদ্দি থেকে বেরিয়ে গিয়েছেন তিনিও। ইমাদও অবসর নিলেন ফের। তাঁরও বক্তব্য, তরুণদের জায়গা ছাড়তে এই সিদ্ধান্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement