ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে হতশ্রী ব্যাটিংয়ের জন্যই হাতের মুঠোয় থাকা ম্যাচ অস্ট্রেলিয়ার (Australia) কাছে হেরেছে টিম ইন্ডিয়া (Team India)। টেস্টে নিজেদের সর্বনিম্ন রান করার লজ্জার রেকর্ড গড়েছে বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কোং। তার উপর আবার প্রথম টেস্ট খেলেই দেশে ফিরছেন ভারত অধিনায়ক। আর এজন্য গোটা দেশেই সমালোচিত হতে হয়েছে ভারতীয় দলকে। একাধিক মিম শেয়ার হয়েছে। আর এবার সীমানার ওপার থেকেও ভারতীয় দলকে শুনতে হল কটাক্ষ।
শনিবার পিংক টেস্টের তৃতীয় দিনের শুরুতেই কামিন্স–হ্যাজেলউডদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রান করেন বিরাটরা। ৯ রানে এক উইকেট থেকে খেলা শুরু করে ৩৬ রানেই পরে যায় বাকি আট উইকেট। এরপর চোট পাওয়ায় রিটায়ার্ড হার্ট হন শামি। ফলে ওখানেই শেষ হয় ভারতের ইনিংস। হাসতে হাসতেই ম্যাচ জেতে অজিরা। এই পরিস্থিতিতে পাক ক্রিকেটভক্তরাও টিম ইন্ডিয়াকে কটাক্ষ করতে ছাড়লেন না। সোশ্যাল মিডিয়ায় কেউ মিম শেয়ার করেন তো কেউ আবার পাক ক্রিকেটারদের পরামর্শ দেন, তাঁরা যেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খারাপ পারফর্ম না করেন।
Trending Topics in Pakistan on 19-Dec-20, 22:32:34
#36AllOut
#ProtestAgainstPMC
#سفیرنکالنےکامعاہدہ_پوراکرو— Farzana Razaq (@farzana525) December 19, 2020
Pic 1: Indian Team in India
Pic 2: Indian Team in Australia #AUSAvIND #36AllOut pic.twitter.com/4ftd1tAJZM— farjan (@janibaba822) December 19, 2020
Is Stadium par pakistan ky bowler na Century mari thi jahan Indian team 36 pr All OUT ho gai#36AllOut pic.twitter.com/g4k9neaLGq
— Syed ALi Rizvi (@SyedALiRizvi111) December 19, 2020
That’s how we do … #INDvAUS #36AllOut pic.twitter.com/zRNiVkhyQE
— Astute (@IRSoothsayer) December 19, 2020
Thanks God the bad performance tag is now removed from Pakistan and India really earned a good record of all time #36AllOut
— (@asadnust) December 19, 2020
#36AllOut Dear team Pakistan..! We have a simple request, plz do well against New-Zealand because We are trolling Indians and if you did the same we will stop using Twitter.. #AUSvIND @TheRealPCB
— Ansar Ahmad (@MAnsarAhmad) December 19, 2020
What india 36 all out
Hahahha
Thank you year 2020
Love from pakistan#AUSvIND #36AllOut#india— Niaz Shabbir (@NeyazShabbir) December 19, 2020
যদিও নিজের দেশের ক্রিকেটভক্তদের পথে হাঁটেননি প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি। কামিন্স–হ্যাজেলউডের প্রশংসা করলেও তিনি আশাবাদী, বাকি তিন টেস্টে ঘুরে দাঁড়াবে ভারতীয় ব্যাটিং। তবে বিরাট কোহলির অনুপস্থিতিতে কাজটা যে আরও কঠিন হবে টিম ইন্ডিয়ার পক্ষে, সেকথাও বলতে ভুললেন না।
Brilliant display by Cummins and Hazelwood today, really enjoyed top-quality Test match fast bowling after long time. Indian batting is still capable of fighting back but it will be now tougher without Kohli.
— Shahid Afridi (@SAfridiOfficial) December 19, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.