সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। যে ম্যাচের উন্মাদনা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। কিন্তু শুধু ওই ম্যাচটা জেতাই লক্ষ্য? নাকি আসল কাজ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়? সেই বিষয়ে মুখ খুললেন পাকিস্তানের সহ অধিনায়ক আগা সলমন।
৮ বছর পর প্রত্যাবর্তন ঘটেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তানই। তাও সেটা ফাইনালে ভারতকে হারিয়ে। সলমন আত্মবিশ্বাসী যে, এবারও চ্যাম্পিয়ন হবেন। তিনি বলেন, “পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। আমি সেটা নিয়ে খুব উত্তেজিত। আমি লাহোরের বাসিন্দা। ফাইনালে যদি ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে স্বপ্নপূরণ হবে। পাকিস্তান দলের মধ্যে সেই সম্ভাবনা আছে।”
এমনিতে আইসিসি টুর্নামেন্টে ভারতের পরিসংখ্যান পাকিস্তানের থেকে কয়েক গুণ ভালো। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ওয়ানডে বিশ্বকাপ, রোহিতরাই ম্যাচ জিতেছেন। এবারও কি সেটাই হবে? পরিসংখ্যান বদলাতে চান সলমন। তিনি বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচের পরিবেশ অন্যরকম থাকে। এটা বিশ্বের সব থেকে বড় ম্যাচ। কিন্তু সত্যি বলতে, এটাকে আর পাঁচটা ম্যাচের মতো দেখতে চাই। ফলে কোনও একটা বিশেষ ম্যাচ জেতার চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় বেশি গুরুত্বপূর্ণ।”
অর্থাৎ, শুধু ভারতকে হারানোর তত্ত্বে বিশ্বাসী নন সলমন। বরং তাঁর মতে ওই ম্যাচ হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চান। তিনি বলেন, “ওই ম্যাচ জিতেও যদি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে না পারি, তাহলে লাভ কী? ঈশ্বর করুন, ওই ম্যাচটা যেন না হারি। কিন্তু ওই ম্যাচ হেরেও যদি চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারি, তাহলে সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ জিততে চাই। ওই ম্যাচে নিজের সেরাটা দিতে চাই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.