Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy 2025

জয়ের খাতা শূন্য হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে লক্ষ্মীলাভ পাকিস্তানের, কত টাকা মিলল?

পয়েন্ট টেবিলে বাংলাদেশেরও পরে শেষ করেছে পাকিস্তান।

Pakistan take home huge prize money despite embarrassing Champions Trophy 2025
Published by: Subhajit Mandal
  • Posted:February 27, 2025 9:19 pm
  • Updated:February 27, 2025 9:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রুপ পর্বে একটা ম্যাচও জেতা হয়নি। পয়েন্ট টেবিলে বাংলাদেশেরও পরে শেষ করতে হয়েছে। তবু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মোটা অঙ্কের লক্ষ্মীলাভ হতে চলেছে পাকিস্তানের। সব ঠিক থাকলে, মেগা টুর্নামেন্ট থেকে ভারতীয় মুদ্রায় অন্তত ২ কোটি ৩০ লক্ষ টাকা নিয়ে ঘরে ফিরবেন বাবর আজমরা।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জেরে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচটি বাতিল হয়ে গিয়েছে। যার অর্থ গোটা টুর্নামেন্টে জয়ের দেখা পাননি রিজওয়ানরা। এই মুহূর্তে গ্রুপ এ-তে শীর্ষস্থানে নিউজিল্যান্ড। দুই ম্যাচে তাঁদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুনম্বরে টিম ইন্ডিয়া। ভারতের থেকে নেট রান রেটে এগিয়ে কিউয়িরা। আজকের ম্যাচ বাতিল হওয়ায় বাংলাদেশ এবং পাকিস্তান দুই শিবিরেরই সংগ্রহ ১ পয়েন্ট। তবে নেট রান রেটে পাকিস্তানের থেকে এগিয়ে বাংলাদেশ। ফলে পাকিস্তান শেষ করেছে চতুর্থ স্থানে।

Advertisement

যার অর্থ কোনওভাবেই রিজওয়ানরা টুর্নামেন্টে সাত বা আট নম্বরের উপর উঠতে পারবেন না। যদি দ্বিতীয় গ্রুপে ইংল্যান্ড নিজেদের শেষ ম্যাচ হারে তাহলে পাকিস্তান ৭ নম্বরে শেষ করতে পারে। নাহলে তাঁদের শেষ করতে হবে সবার শেষে অর্থাৎ আট নম্বরে। অবশ্য সাত বা আট নম্বর রিজওয়ানরা যেখানেই শেষ করুন, পুরস্কারমূল্যে খুব একটা ফারাক হবে না।

আইসিসির ঘোষণা অনুযায়ী, এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার। এই মুহূর্তে যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা। রানার্স আপ দল পাবে প্রায় অর্ধেক, ৯.৭২ কোটি টাকা (১.২১ মিলিয়ন মার্কিন ডলার)। সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার বা ৪.৮৭ কোটি টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থান প্রাপকেরা পাবে ৩.০৪ কোটি টাকা করে। সপ্তম ও অষ্টম স্থান প্রাপক দল পাবে ১.২২ কোটি টাকা করে। এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে ২৯ লক্ষ টাকা করে। এ ছাড়াও টুর্নামেন্টে শুধু অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে দেওয়া হচ্ছে ১ কোটি ৮ লক্ষ টাকা করে। ফলে অংশগ্রহণ করার জন্য বাবররা পাবেন ১ কোটি ৮ লক্ষ এবং সপ্তম বা অষ্টম স্থানে শেষ করার জন্য তাঁরা পাবেন ১ কোটি ২২ লক্ষ। অর্থাৎ সব মিলিয়ে বাবরদের খাতায় যাবে ২ কোটি ৩০ লক্ষ টাকার কাছাকাছি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement