Advertisement
Advertisement
Shoaib Malik

‘এটা ১৪ ফেব্রুয়ারি নয়’, ইদের শুভেচ্ছা জানিয়ে ব্যাপক ট্রোলিংয়ের মুখে শোয়েব মালিক

কেন ট্রোলড হতে হল শোয়েবকে?

Pakistan star cricketer Shoaib Malik gets trolled

শোয়েব মালিক।

Published by: Krishanu Mazumder
  • Posted:April 11, 2024 6:43 pm
  • Updated:April 11, 2024 6:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব মালিক। স্ত্রী সানা জাভেদের সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। সেই ছবির ক্যাপশনে শোয়েব লিখেছেন, ‘ইদ মুবারক।’
সানা জাভেদের সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করে বিপাকে শোয়েব। সোশাল মিডিয়া ব্যবহারকারীরা পাক তারকাকে ট্রোলিং করতে ছাড়েননি। কেউ লিখেছেন, ”এটা ইদ, ১৪ ফেব্রুয়ারি নয়। সবাই জানেন আপনারা স্বামী-স্ত্রী।”

কেউ আবার লিখেছেন,”ম্যান লস্ট ডায়মন্ড ইন দ্য সার্চ অফ প্লাস্টিক।” সেই ভক্ত আবার সানিয়া মির্জার পুরনো পোস্ট তুলে ধরেছেন। আবার আরেক ভক্ত লিখেছেন, ”জানতে চাই ওকে কেন বিয়ে করলে?”

[আরও পড়ুন: ‘মশলা নেই, তাই মানুষ হতাশ হয়েছেন’, গম্ভীরের সঙ্গে আলিঙ্গন নিয়ে মুখ খুললেন কোহলি]

 

শোয়েবের স্ত্রী সানা জাভেদকে নিয়ে গুঞ্জন চলছিল বহু দিন ধরেই। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়। সোশাল মিডিয়ায় নিজেই বিয়ের খবর দিয়েছিলেন শোয়েব মালিক। শোয়েবের তৃতীয় স্ত্রী সানা জাভেদ। সানা বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী উমেইর জসওয়ালকে। তাঁর সঙ্গে বিচ্ছেদের পড়েই শোয়েবের সঙ্গে বিয়ে করেন সানা।
রূপকথার মতো ছিল শোয়েব-সানিয়ার বিয়ে। অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে শোয়েব ও সানিয়ার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের বরফ তখনও গলেনি। এরকমই এক পরিস্থিতিতে দুই দেশের দুই ক্রীড়াব্যক্তিত্বের প্রেম জমে উঠেছিল। ২০১০ সালে শোয়েব ও সানিয়ার প্রেম পরিণতি পায়। বিয়ে করেন তাঁরা। কিন্তু রূপকথার সেই বিয়েও টেকেনি শেষ পর্যন্ত। 

[আরও পড়ুন: ‘হার্দিকই দেশের ভবিষ্যৎ, রোহিতের তো…’, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের পাশে প্রাক্তন ক্রিকেটার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement