ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬০ বছরে টেস্টে নিকৃষ্টতম র্যাঙ্কিং পাকিস্তানের! ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে শান মাসুদের দল। তার পরেই আইসিসির ক্রমতালিকায় অধঃপতন পাকিস্তানের। গত ৬০ বছরের সবচেয়ে খারাপ র্যাঙ্কিংয়ে নেমে গিয়েছে পাক টেস্ট দল। অন্যদিকে, ক্রমতালিকায় সকলের উপরে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ২-০ ধরাশায়ী হয়েছে পাকিস্তান। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে পাকভূমে। তার পরেই প্রকাশিত হয়েছে আইসিসির নতুন টেস্ট র্যাঙ্কিং। দেখা যাচ্ছে, একধাক্কায় আট নম্বরে নেমে গিয়েছে পাকিস্তানের টেস্ট দল। ১৯৬৫ সালের পরে এত খারাপ র্যাঙ্কিং হয়নি পাকিস্তানের। সদ্যসমাপ্ত সিরিজের আগে শান মাসুদরা ছিলেন ছয় নম্বরে। আপাতত ওয়েস্ট ইন্ডিজেরও নিচে রয়েছে পাকিস্তান।
দলের পাশাপাশি লজ্জার নজির গড়েছেন বাবর আজমও। গত পাঁচ বছরে প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথম দশ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের তারকা ব্যাটার। সদ্যসমাপ্ত বাংলাদেশ সিরিজে মাত্র ৬৪ রান করেছেন তিনি। তার পরেই বেরিয়ে গিয়েছেন সেরা ১০ ব্যাটারের তালিকা থেকে। ১২ নম্বর স্থানে রয়েছেন বাবর। একমাত্র পাকিস্তানি ব্যাটার হিসাবে টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন মহম্মদ রিজওয়ান।
অন্যদিকে, টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে ভারত এবং ইংল্যান্ড। ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন সদ্য জোড়া সেঞ্চুরি হাঁকানো জো রুট। প্রথম দশে রয়েছেন তিন ভারতীয় ব্যাটার। ষষ্ঠ থেকে অষ্টম স্থান পর্যন্ত রয়েছেন যথাক্রমে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি। বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.