Advertisement
Advertisement
Babar Azam

বিশ্বকাপ দেশে ফেরাবই, হুঙ্কার বাবরের! বিরাটকে রুখতে কী ছক? জানালেন পাক ক্যাপ্টেন

২০২২-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে একাহাতে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলেন বিরাট।

Pakistan skipper Babar Azam is double confident of winning T20 World Cup

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:May 6, 2024 4:54 pm
  • Updated:May 6, 2024 7:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) দিন গোনার পালা শুরু হয়ে গিয়েছে। ২ জুন থেকে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ। ভারত-সহ কয়েকটি দেশ ইতিমধ্যেই ১৫ জনের দল ঘোষণা করে দিয়েছে। যদিও পাকিস্তান (Pakistan Cricket) চলছে অন্য পথে। দল ঘোষণা না করলেও পাক অধিনায়ক বাবর আজমের (Babar Azam) হুঙ্কার, তাঁরা বিশ্বকাপ দেশে ফিরিয়ে আনবেন।

কিছুদিন আগেই পাকিস্তান দলের অধিনায়ক পদে ফিরেছেন বাবর। তা নিয়ে একপ্রস্ত বিতর্ক হয়েছে। দীর্ঘদিন ধরে স্থায়ী কোচ ছিল না পাকিস্তানের। বেসামাল অবস্থা সামলাতে গ্যারি কার্স্টেনকে নতুন কোচ করা হয়েছে। যদিও তিনি এখনও দলের সঙ্গে যোগ দেননি। রবিবার তিনি অনলাইনে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন। তার পরই সোমবার সাংবাদিক সম্মেলন করেন বাবর। যেখানে তাঁর দিকে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন ধেয়ে আসে।

Advertisement

[আরও পড়ুন: ভাঙলেও তিনি মচকান না, আগামী মরশুমে হাবাসের জেদ বাড়লে ‘সাধু সাবধান!’]

এ বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শুনিয়েছে পাক অধিনায়ককে। তিনি বলেন, “এবার আমরা দ্বিগুণ আত্মবিশ্বাসী। ট্রফি দেশে ফিরিয়ে আনবই। আমাদের হাতে যেটুকু আছে, সেটুকু দিয়ে আমরা চেষ্টা করব। আমরা নিজেরাও সর্বক্ষণ বিশ্বকাপ নিয়েই কথা বলছি। ফলে পুরো টিম লক্ষ্য স্থির করেই নামবে।” বাবরের কথায় উঠে এসেছে ২০০৯ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের কথা। সেই স্মৃতি ফেরাতে মরিয়া তাঁরা।

বিশ্বকাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে আছে। ৯ জুন মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী শক্তি। ২০২২-র টি-টোয়েন্টি বিশ্বকাপে একা হাতে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। সেই প্রসঙ্গে বাবর বলেন, “আমরা কোনও একজনের জন্য ছক বানাই না। ক্রিকেট এগারো জনের খেলা। কিন্তু বিরাট বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার। ওর জন্যও আমাদের নির্দিষ্ট পরিকল্পনা থাকবে।” ২২ মে থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। গ্যারি কার্স্টেনও সেই সময় দলে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে।

[আরও পড়ুন: জীবনে ধোঁকা খেয়েছেন বহুবার, বোকা হতেন নিশ্চিত! হঠাৎ এ কী কথা বিরাটের মুখে?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement