Advertisement
Advertisement
Shakib Al Hasan

শাকিবের সামনে ফের টাইমড আউটের ‘সুযোগ’! পড়িমরি করে মাঠে ঢুকলেন পাকিস্তানের আবরার

গ্লাভস-হেলমেট হাতে দৌড় দিয়ে মাঠে ঢোকেন আবরার। তাঁকে দেখে হাসতে থাকেন শাকিব।

Pakistan player Abrar Ahmed rushes into field due to fear of Shakib Al Hasan's timed out
Published by: Arpan Das
  • Posted:September 3, 2024 12:05 pm
  • Updated:September 3, 2024 12:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউজের সঙ্গে কী ঘটেছিল, তা ভোলেনি ক্রিকেটবিশ্ব। শাকিব আল হাসানের আবেদনে বাংলাদেশের সঙ্গে ম্যাচে ‘টাইমড আউট’ হয়েছিলেন তিনি। ঠিক সেই ছবিই কি ফিরতে চলেছিল পাকিস্তান-বাংলাদেশ টেস্টে? পাকিস্তানের আবরার আহমেদ যেভাবে ব্যাট-হেলমেট হাতে নিয়ে তাড়াতাড়ি মাঠে ঢুকছিলেন, তাতে সেটাই মনে করছে নেটদুনিয়া।

তবে শুধু ভক্তদের ভাবনা বললে ভুল হবে, কারণ বাংলাদেশের ক্রিকেটাররাও বোধহয় সেরকমই মনে করেছিলেন। সম্প্রচারের সময় শাকিবদের যে কথা শোনা গেল, তাতে আরেকটা ‘টাইমড আউট’ ফিরে এলেও অবাক হওয়ার কিছু ছিল না। অবশ্য পুরো ব্যাপারটাই ঘটেছে মজার ছলে। তবে সামনে শাকিব আল হাসান থাকলে, কেউই আর ‘দেরি’ করছেন না।

Advertisement

[আরও পড়ুন: ১৭ বছরের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় লুইস সুয়ারেজের]

২০২৩-র বিশ্বকাপে শ্রীলঙ্কার ম্যাথিউজ মাঠে ঢুকতে দেরি করায় আউটের আবেদন করেছিলেন শাকিব। শ্রীলঙ্কার অলরাউন্ডারের যুক্তি ছিল, তাঁর হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল। কিন্তু তাতেও ‘টাইমড আউট’-এর নিয়মে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছিল ম্যাথিউজকে। যার পর সমালোচনাও হয় শাকিবের সিদ্ধান্তে। সেরকম পরিস্থিতি যাতে ফের না হয়, তার জন্য পড়িমরি হয়ে ছুটলেন আবরার।

[আরও পড়ুন: ‘এক পয়েন্টের জন্য এত দিনের পরিশ্রম জলে যাক চাইনি’, সোনা জিতে অকপট নীতেশ কুমার]

রাওয়ালপিণ্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। ১৩৬ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর মাঠে ঢোকেন পাকিস্তানের আবরার আহমেদ। তখনও হেলমেট বা গ্লাভস পরতে পারেননি তিনি। সেই অবস্থাতেই মাঠের দিকে দৌড় দেন আবরার। মাঝে একবার গ্লাভস পড়ে যায়। সেটা তুলেই আবার ছুট! ইতিমধ্যে বাংলাদেশের প্লেয়ারদেরও শাকিবকে আবেদন করার কথা বলতে শোনা যায়। শাকিবও হেসে ওঠেন। যদিও এবার আর আবেদন করেননি তিনি। ফলে হয়তো আরেকটা ‘টাইমড আউট’ দেখা হল না ক্রিকেটবিশ্বের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement