Advertisement
Advertisement
Pakistan Pacer

COVID-19: কোভিড আবহে অনন্য সেলিব্রেশন! পাক পেসারের কীর্তি মন কাড়ল নেটিজেনদের, দেখুন ভিডিও

এমন সেলিব্রেশন আপনি আগে দেখেছেন?

Pakistan Pacer Haris Rauf's COVID-Safe Wicket Celebration In BBL, Video Viral | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 11, 2022 2:11 pm
  • Updated:January 11, 2022 3:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল মাঠে গোল দিয়ে কিংবা ক্রিকেটের ২২ গজে উইকেট তুলে নেওয়া তারকাদের নানা ধরনের সেলিব্রেশনের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ‘সিউ’ সেলিব্রেশনই হোক কিংবা ক্যারিবিয়ান ক্রিকেটার শেলডন কর্টরেলের স্যালুট। ক্রিকেটপ্রেমীদের চোখের সামনে ভেসে ওঠে ব্রেট লি কিংবা ইমরান তাহিরের মৌলিক সেলিব্রেশনের ছবিও। কিন্তু বিগ ব্যাশ লিগে যে সেলিব্রেশন হল, তা অতীতে হয়তো কখনও দেখা যায়নি। করোনা সুরক্ষাকে প্রতীকী করে অভিনব উল্লাসে মাতলেন পাক পেসার হ্যারিস রউফ (Harris Rauf)।

বর্তমানে গোটা বিশ্বে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস (Coronavirus)। জনজীবনে বিরাট প্রভাব ফেলেছে ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রন। আর তাই ২২ গজের সেলিব্রেশনের মধ্যেও ঢুকে পড়ল সেই বিষয়টি। সারাক্ষণ যেখানে কোভিড থেকে সুরক্ষা নিয়ে ভাবনাচিন্তা করতে হচ্ছে, সেখানে রউফের এমন সেলিব্রেশন সত্যিই অনন্য। চলতি বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলছেন রউফ। পার্থ স্করচার্সের ওপেনার কার্টিস প্যাটারসনের উইকেট তুলে নেন তিনি। তৃতীয় ওভারে তাঁকে প্যাভিলিয়নে ফিরিয়েই অভিনব কায়দায় আনন্দে মাতেন পাক পেসার।

Advertisement

[আরও পড়ুন: শ্রী সিমেন্ট কর্তাদের অদক্ষতা! শাস্তি কমল না এসসি ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার পেরোসেভিচের]

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর সেলিব্রেশনের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে প্যাটারসনকে আউট করেই স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে পকেট থেকে মাস্ক বের করে মুখে পরে নিচ্ছেন তিনি। স্যানিটাইজার ব্যবহারের অংশটি নেহাতই প্রতীকী। তবে রউফের এমন কীর্তি দেখে হাসি চেপে রাখতে পারেননি সতীর্থরাও। ধারাভাষ্যকারও বলে ওঠেন, “এমন সেলিব্রেশন আমি আগে কখনও দেখিনি।”

তাঁর এহেন সেলিব্রেশন মন কেড়েছে নেটিজেনদেরও। অনেকেই লিখছেন, খেলার মাঠেও সচেতনতার বার্তা দিচ্ছে পাকিস্তানি বোলার। তারকাকে এভাবে সেলিব্রেট করতে দেখলে মাস্ক পরবেন সাধারণ মানুষও। সব মিলিয়ে আপাতত চর্চার শীর্ষে ‘কোভিড সুরক্ষিত’ সেলিব্রেশন (COVID-safe)।

[আরও পড়ুন: IPL 2022: আইপিএলে এবার অধিনায়কের ভূমিকায় হার্দিক পাণ্ডিয়া! কোন ফ্র্যাঞ্চাইজির নেতা হচ্ছে‌ন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement