Advertisement
Advertisement
Haris Rauf

বাবর আজমদের হারের দিন বড় অভিযোগে বিদ্ধ রউফ, হঠাৎ কী করলেন পাক পেসার?

সোশাল মিডিয়ায় রউফের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনা হয়েছে।

Pakistan pacer Haris Rauf has been accused of ball tampering in the team's T20 World Cup 2024 defeat against USA

হ্যারিস রউফ।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 7, 2024 4:30 pm
  • Updated:June 7, 2024 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের খারাপ সময় আর যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। সেই ম্যাচেই পাক বোলার হ্যারিস রউফের (Haris Rauf) বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ এনেছেন রাস্টি থেরন (Rusty Theron)। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার তিনি।
আমেরিকার সিনিয়র ন্যাশনাল ক্রিকেট টিমের সদস্য তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ট্যাগ করে থেরন অভিযোগ এনেছেন পাকিস্তানের পেসারের বিরুদ্ধে। সোশাল সাইটে থেরন লিখেছেন, ”নতুন বল নিয়ে পাকিস্তানের এই ভণ্ডামিকে তোমরা কি সমর্থন করবে? ২ ওভার আগে যে বল পরিবর্তন করা হয়েছে, সেই বল রিভার্স সুইং করতে শুরু করেছে? হ্যারিস রউফ বুড়ো আঙুল দিয়ে বলের উপর আঁচড় কেটেছে, এই দৃশ্য সবাই দেখেছে।”

[আরও পড়ুন: নষ্টই হবে আট লাখি টিকিট! বৃষ্টিতে ভেস্তে যেতে পারে হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচ]

তবে আমেরিকার কেউই এই ঘটনার জন্য সরাসরি অভিযোগ জানায়নি। তবে রউফের অভিযোগটা কিন্তু খুবই গুরুতর। 

Advertisement

ম্যাচ হারের পরে পাক অধিনায়ক বাবর আজম দুষেছেন তাঁর বোলারদের। বলেছেন, ”আমরা আরও ভালো বোলিং করতেই পারতাম। প্রথম ছওভারে আমরা উইকেট তুলতে পারিনি। মাঝের ওভারগুলোতে স্পিনাররা উইকেট নিতে না পারলে তো চাপ এসে পড়ে দলের উপরেই। ১০ ওভারের পরে আমরা ফিরে এসেছিলাম ঠিকই তবে সুপার ওভারে যেভাবে ওরা ম্যাচ শেষ করেছে, তাতে আমেরিকাকেই কৃতিত্ব দেওয়া উচিত।”

[আরও পড়ুন: ‘সরকার চালাতে বহুমত, দেশ চালাতে সর্বমত’, NDA’র নেতা নির্বাচিত হয়ে জোট বন্দনায় মোদি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement