Advertisement
Advertisement

Breaking News

ECB

মেলেনি ভিসা, ভারত সফরে অনিশ্চিত ইংল্যান্ডের পাক বংশোদ্ভূত ক্রিকেটার

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতের ভিসা পেতে সমস্যা হওয়াটা নতুন কিছু নয়।

Pakistan-origin England star yet to be granted visa by India, ECB cancels Flight
Published by: Subhajit Mandal
  • Posted:January 14, 2025 8:32 pm
  • Updated:January 14, 2025 8:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর ঠিক এক সপ্তাহ বাদে ইডেনে ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচে। অথচ এখনও ভিসাই পাননি ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাকিব মাহমুদ। ইসিবি সূত্রের খবর, আবেদন করা সত্ত্বেও এখনও পাক বংশোদ্ভূত ক্রিকেটার ভারতের ভিসা পাননি। অন্য ক্রিকেটারদের অবশ্য ভারতে আসার ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। ভিসা না মেলায় সাকিব ভারতে আসার বিমানও ধরতে পারেননি।

টি-২০ এবং ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আসছে ইংল্যান্ড। সেই দলে সুযোগ পেয়েছেন সাকিব মাহমুদ। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে না খেললেও টেস্ট এবং ওয়ানডে-তে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ভারতের বিরুদ্ধে টি-২০ দলে হোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উডদের সঙ্গে পেসার হিসাবে রাখা হয়েছিল সাকিবকেও। যদিও ভারতের ভিসা না পাওয়ায় আদৌ তিনি ওই সিরিজে খেলবেন কিনা স্পষ্ট নয়।

Advertisement

ভারত সফরগামী দলে সুযোগ পাওয়া ইংল্যান্ডের পেসাররা এই মুহূর্তে আমিরশাহীতে অনুশীলন করছেন। জেমস অ্যান্ডারসনের অধীনে অনুশীলন করছেন আর্চাররা। সেখানেও যেতে পারেননি সাকিব। ইসিবিও ধোঁয়াশায়, আদৌ সাকিবের ভারতে আসা হবে কিনা তা নিয়ে। যদি শেষ মুহূর্তে পাক বংশোদ্ভূত ওই ক্রিকেটারকে ভিসা দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার।

যদিও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতের ভিসা পেতে সমস্যা হওয়াটা নতুন কিছু নয়। এর আগেও একাধিক পাক বংশোদ্ভূত ক্রীড়াবিদ ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন। সেই তালিকায় নবতম সংযোজন এই সাকিব মেহমুদ। ভারত ও পাকিস্তান-এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো নয়। দুই দেশের সম্পর্কের ঢেউ এসে আছড়ে পড়ছে ক্রীড়াক্ষেত্রেও। একদশকের বেশি সময় আগে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। পাকিস্তানের তারকা ক্রিকেটাররা ব্রাত্য থেকে যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub