Advertisement
Advertisement
Champions Trophy

পাকিস্তানের অনড় মনোভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট অ‌ব‌্যাহত, মহাবিপাকে আইসিসি

আইসিসিও প্রাথমিকভাবে বুঝতে পারেনি যে পাকিস্তান এতটা কড় মনোভাব পোষণ করবে।

Pakistan might 'withdraw' from Champions Trophy, not play against India in ICC events

প্রতীকী ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:November 12, 2024 6:11 pm
  • Updated:November 12, 2024 6:11 pm  

স্টাফ রিপোর্টার: চ‌্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মহাসমস‌্যায় পড়ে গিয়েছে আইসিসি। বিসিসিআইয়ের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় টিম কোনও অবস্থাতেই পাকিস্তানে গিয়ে চ‌্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না। ভাবা হচ্ছিল গতবার এশিয়া কাপ যেমন হাইব্রিড মডেলে হয়েছিল, সেভাবেই চ‌্যাম্পিয়ন্স ট্রফি হয়তো হবে। এশিয়া কাপে গ্রুপ পর্যায়ে পাাকিস্তান নিজেদের মাঠে নিজেদের ম‌্যাচগুলো খেলেছিল। আর ভারত খেলেছিল শ্রীলঙ্কাতে। সেক্ষেত্রে চ‌্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের সব ম‌্যাচ দুবাইয়ে আয়োজনের ব‌্যবস্থা হবে, সেরকমই ভেবে রাখা হয়েছিল কিন্তু সেখানেও বেঁকে বসেছে পাকিস্তান।

পিসিবির তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যেহেতু আয়োজকের দায়িত্ব তাদের দেওয়া হয়েছে, তাই তারা কোনওভাবেই হাইব্রিড মডেলে সম্মতি দেবে না। অন‌্যথা তারা চ‌্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত‌্যাহার করে নেবে। ঠিক এখানেই সমস‌্যায় পড়েছে আইসিসি। এদিন সকাল থেকে একটা খবর ছড়িয়ে যায় যে হাইব্রিড মডেলে যদি পিসিবি রাজি না হয়, তাহলে পুরো টুর্নামেন্টটাই দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তবে আইসিসির অন্দরমহলে খবর নিয়ে জানা গেল যে এরকম কোনও সম্ভাবনা এদিন পর্যন্ত তৈরি হয়নি। যে কোনও আইসিসি ইভেন্টের জন‌্যই বিকল্প পরিকল্পনা তৈরি করে রাখে ইন্টারন‌্যাশনাল ক্রিকেট কাউন্সিল। পরিস্থিতি অনুযায়ী প্ল‌্যানিং বদলানোই যায়। ঠিক যেভাবে বাংলাদেশ থেকে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে সংযুক্ত আরবআমিরশাহীতে নিয়ে যাওয়া হয়েছিল। আইসিসির কারও কারও মতে, নতুন ভেনু চূড়ান্ত করার ব‌্যাপারটা আইসিসির কাছে সমস‌্যা নয়। সেটা টুর্নামেন্টের এক মাস আগেও করা যেতে পারে। আইসিসির সমস‌্যাটা অন‌্য জায়গায়।

Advertisement

আইসিসির অন্দরমহলে খবর নিয়ে জানা গেল যে, পাকিস্তান বোর্ডের তরফ থেকে যেরকম কড়া মনোভাব পেশ করা হয়েছে, তাতে জটিলতা আরও বেড়ে গিয়েছে। শুধু পিসিবি নয়, এই ব‌্যাপারটায় মধ্যে ঢুকে পড়েছে পাকিস্তান সরকারও। পিসিবির থেকে স্পষ্টভাবে আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে যে, চ‌্যাম্পিয়ন্স ট্রফির জন‌্য তিনটে স্টেডিয়ামের আমূল সংস্কার করা হয়েছে। যার জন‌্য বিপুল অর্থ খরচ হয়েছে। এখন যদি হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট হয়, তাহলে তাদের ক্ষতির মুখে পড়তে হবে। তাছাড়া বহুবছর পর পাকিস্তান আবার আইসিসি ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে। কোনও অবস্থাতেই তারা সেটা হাতছাড়া করতে চায় না। পাকিস্তানের তরফ থেকে নাকি আইসিসিকে পাল্টা হুমকি দেওয়া হচ্ছে। কারও কারও মনে হয়েছে, চ‌্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে ভারতকে যেমন দরকার। তেমনই আইসিসির পাকিস্তানকেও দরকার। সেটা নিয়ে সবচেয়ে বেশি চাপে পড়ে গিয়েছেন আইসিসি কর্তারা। শোনা গেল, পাকিস্তানের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে ইংল‌্যান্ড, অস্ট্রেলিয়ার মতো টিম তাদের দেশে এসে সিরিজ খেলে গিয়েছে। ফলে নিরাপত্তাজনিত কোনও সমস‌্যা হওয়ার কথা নয়। তবে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না কি না, সেটা বিসিসিআইয়ের হাতে নেই। সরকারি ছাড়পত্রের দরকার।

আইসিসির কারও কারও সঙ্গে কথা বলে মনে হল, তারাও প্রাথমিকভাবে বুঝতে পারেনি যে পাকিস্তান এতটা কড় মনোভাব পোষণ করবে। তাদের এখন মনে হচ্ছে, পুরো ব‌্যাপারটার সঙ্গে যেভাবে পাকিস্তান সরকারও যুক্ত হয়ে গিয়েছে, তাতে খুব সহজে জট কাটবে না। কারণ পাকিস্তান সরকারের কাছেও এটা সম্মানের ইস্যু হয়ে গিয়েছে।

এরই মধ্যে আবার ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম‌্যান হিসেবে কাজ শুরু করবেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। খোঁজখবর নিয়ে জানা গেল গেল, চ‌্যাম্পিয়ন্স ট্রফির ইস‌্যুটা জয় নিজেক কাঁধে একেবারেই নিতে চান না। সেক্ষেত্রে তিনি হয়তো চাইবেন নিজে আইসিসি চেয়ারম‌্যান পদে বসে আগেই যাতে ব‌্যাপারটা মিটে যায়। যা খবর, তাতে ১ ডিসেম্বরের আগেই চ‌্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ‌্যত ঠিক হয়ে যেতে । শেষেমশ এখন কী হয়, সেটাই দেখার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement