Advertisement
Advertisement

Breaking News

Wasim Akram

‘আমি চাই না ফেভারিট হিসেবে নামুক পাকিস্তান’, বিশ্বকাপে বাবর আজমদের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন আক্রম

দলের প্রস্তুতিতে খুশি আক্রম।

Pakistan legend Wasim Akram opens up about team's chances in World Cup 2023 । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 1, 2023 6:46 pm
  • Updated:September 1, 2023 6:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রম (Wasim Akram) চান না প্রত্যাশার চাপ নিয়ে বিশ্বকাপে (World Cup 2023) খেলতে নামুন বাবর আজমরা। পাক অধিনায়কের নেতৃত্বে গোটা দলকে বেশ হাসিখুশি দেখাচ্ছে, খেলছেও ভাল। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান একনম্বর দল। আইসিসি-র ব্যাটারদের মধ্যে প্রথম পাঁচে রয়েছেন তিন জন পাকিস্তানি তারকা। এশিয়া কাপে পাকিস্তান ভাল কিছু করবে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। এশিয়া কাপের পরেই রয়েছে বিশ্বকাপ।

উপমহাদেশে হতে চলা কোনও টুর্নামেন্টে পাকিস্তান ফেভারিট হিসেবে খেলতে নামবে। অতীতে পাকিস্তানকে আনপ্রেডিক্টেবল দল হিসেবেই ধরা হত। পাকিস্তানকে সবাই এবার অন্যতম ফেভারিট বলে ধরছেন। সেই প্রসঙ্গে আক্রম বলছেন, ”আমি চাই না পাকিস্তান ফেভারিট হিসেবে খেলতে নামুক। আন্ডারডগ দল হিসেবে খেলতে নামলে সুযোগ থাকে। পাকিস্তান দলের প্রস্তুতিও ঠিকই আছে।” 

Advertisement

[আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে মাঠ ভরাতেও কমাতে হল টিকিটের দাম! আজব কাণ্ড এশিয়া কাপে]

আক্রম আরও বলছেন, ”প্রস্তুতির কথাই যদি বলা হয়, তাহলে বলবো শারীরিক, মানসিক প্রস্তুতি, কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়া, পিচ, আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। গোটা দলটাকে বেশ ভাল লাগছে। দল জিতছে, ফলে সব ঠিকঠাকই আছে। ওরা ফেভারিট হিসেবেই নামছে।” 

[আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2023: বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ‘মাদার অফ অল ব্যাটল’! কোন অঙ্কে পরের রাউন্ডে ভারত-পাকিস্তান?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement