Advertisement
Advertisement
India Pakistan Sarfaraz Nawaz

‘ভারতের থেকে শক্তিশালী বাবর আজমের পাকিস্তান’, বিশ্বকাপের আগে বলছেন প্রাক্তন পাক তারকা সরফরাজ

কেন একথা বললেন সরফরাজ?

Pakistan is stable and settled side than India, said former Pak pacer Sarfaraz Nawaz । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:August 12, 2023 12:21 pm
  • Updated:August 29, 2023 12:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক বল দেখে তিনি নাকি বলে দিতে পারতেন কোন বল কতটা সুইং করবে। তিনি পাকিস্তানের প্রাক্তন পেসার সরফরাজ নওয়াজ (Sarfaraz Nawaz)। তাঁর মতে, বাবর আজমের নেতৃত্বাধীন দল ভারতের থেকে অনেকটাই স্থিতিশীল।

বিশ্বকাপের আগে রয়েছে এশিয়া কাপে। সেখানেও লড়াই হবে দুই দেশের। তবে সরফরাজ নওয়াজ বলছেন, ”এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য পাকিস্তানের যে স্কোয়াড বেছে নেওয়া হয়েছে, তা ভারতের থেকে অনেকবেশি সংগঠিত এবং সঙ্ঘবদ্ধ। মেগা ইভেন্টের জন্য ভারতীয় দল এখনও কম্বিনেশন তৈরি করতে পারেনি।”

Advertisement

[আরও পড়ুন: ৮ বছরে প্রথমবার হেড কোচ ছাড়াই খেলবে ভারত! কোন চ্যানেলে দেখা যাবে বুমরাহদের ম্যাচ?]

 

নওয়াজ আরও বলছেন, ”ক্যাপ্টেন বদল করা হচ্ছে। অনেক নতুন প্লেয়ারকে পরখ করে দেখা হচ্ছে। তবে আমার মনে হয়, ভারতীয় দল তৈরি করার পরিবর্তে তা ধ্বংস করা হচ্ছে।”

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক রানে সাত উইকেট নিয়েছিলেন সরফরাজ। সেই তিনি মনে করেন বড় ম্যাচে শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের আসল অস্ত্র। সরফরাজ বলছেন, ”শাহিন আফ্রিদি দুর্দান্ত এক বোলার। প্রথম দু-তিন ওভারে ভয়ংকর বোলার আফ্রিদি। খুব কম বোলারের হাতে শাহিনের মতো বৈচিত্র্য রয়েছে। নতুন বলে সুইং, সিম, পেস এবং ইয়র্কারের উপর দারুণ নিয়ন্ত্রণ শাহিনের।”

আসন্ন দুটো টুর্নামেন্টে পাকিস্তান ভাল করবে বলেই বিশ্বাস সরফরাজ নওয়াজের। তিনি বলছেন, ”দুটো টুর্নামেন্টে পাকিস্তান ভাল করবে বলেই মনে হয়। কারণ আমাদের দলকে বেশ ভালই নেতৃত্ব দিচ্ছে বাবর আজম। আমার মনে হয় নির্বাচক কমিটি আফগানিস্তান ও এশিয়া কাপের জন্য যে দল নির্বাচন করেছে, সেই দলের ভারসাম্য রয়েছে।”

[আরও পড়ুন: একরাশ ক্ষোভে দল ছাড়তে চাইছেন নীতীশ রানা! বেকায়দায় টিম ম্যানেজমেন্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement