Advertisement
Advertisement
Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানেই, চুক্তি স্বত্বে সই করল পিসিবি

২০২৫ সালে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

Pakistan is set to host Champions Trophy 2025 । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 16, 2023 12:22 pm
  • Updated:December 16, 2023 12:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) আয়োজনের স্বত্ব চুক্তিতে সই করেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেরায়পার্সন জাকা আশরফ (Zaka Ashraf) যখন আইসিসি-র সদর দপ্তর দুবাইয়ে চুক্তি স্বত্বে সই করছেন, তখন সেখানে উপস্থিত ছিলেন আইসিসি-র জেনারেল কাউন্সেল জোনাথন হল।  চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যে দেশগুলো পাকিস্তানে যাবে, তাদের নিরাপত্তার বন্দোবস্ত করাই আসল লক্ষ্য বলে জানানো হয়েছে পিসিবি-র তরফে।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) হবে পাকিস্তানে। এই ঘোষণা হয়ে গিয়েছিল ২০২১ সালেই। যদিও পাক মুলুকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ পাক মুলুকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসলে ভারত কি আদৌ খেলতে যাবে সেখানে? এ প্রশ্ন উঠেছিল। 

[আরও পড়ুন: হার্দিক মুম্বইয়ের নেতা হতেই শেষ হয়ে গেল রোহিত-ধোনির মগজাস্ত্রের লড়াই, সিএসকের পোস্ট ভাইরাল]

বিশ্বকাপের আগে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানেরই উপরে। কিন্তু এশিয়া কাপে ভারতীয় দল পাক-মুলুকে খেলতে যাবে কিনা, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। দীর্ঘ টালবাহানার পরে পিসিবি হাইব্রিড মডেল অনুসরণ করে। হাইব্রিড মডেল অনুযায়ী, এশিয়া কাপ অনুষ্ঠিত হয় পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে। পাক-মুলুকে মাত্র চারটি ম্যাচ হয়। ফাইনাল-সহ সব ম্যাচ অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ পর্যন্ত কি ভারতীয় দল খেলবে? এমন আশঙ্কা যে তৈরি হয়নি তা নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন ঘিরে জল্পনাও তৈরি হয়। এরকম পটভূমিতে জানা গেল, পিসিবি-র চেয়ারপার্সন জাকা আশরফ স্বত্ব চুক্তি সেরে ফেলেছেন আইসিসি-র সঙ্গে। আর তার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তানই। 

Advertisement

[আরও পড়ুন: আশঙ্কাই সত্যি, দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement