Advertisement
Advertisement

Breaking News

India vs Pakistan

ট্রাক্টর বিক্রি করে বাবরদের ম্যাচের টিকিট, দল হারায় এ কী করলেন ‘হতাশ’ পাক সমর্থক!

কত টাকা দিয়ে ভারত-পাক ম্যাচের টিকিট কেটেছিলেন পাকিস্তানের এই সমর্থক?

Pakistan fan sold tractor to watch India vs Pakistan match Disheartened

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:June 10, 2024 2:24 pm
  • Updated:June 10, 2024 2:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাদেশ বদলায়, একের পর এক বিশ্বকাপ যায়। ভারত-পাক ম্যাচের ফল বদলায় না। ৭-১! টি-টোয়েন্টি বিশ্বকাপে দুদলের মুখোমুখি হওয়ার ফলাফল। জয়ের পাল্লা ভারী অবশ্যই রোহিতদের দিকে। হারতে হারতে দেওয়ালে পিঠ ঢেকে গিয়েছে পাকিস্তান সমর্থকদের। তেমনই একজনের খোঁজ মিলল নিউ ইয়র্কে ম্যাচের পর। যিনি ট্রাক্টর বেচে দিয়ে টিকিটের টাকা জোগাড় করেছিলেন।

এমনিতে আমেরিকায় ক্রিকেট বিশ্বকাপ নিয়ে সেভাবে উন্মাদনা ছিল না। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ আজও ক্রিকেটের সেরা বিজ্ঞাপন। লাখ-লাখ টাকায় বিক্রি হয়েছে এই ম্যাচের টিকিট। এমনকী রিসেলে দেড় কোটি টাকাও উঠেছে টিকিটের দাম। আর সবই শেষ পর্যন্ত ভারতের জয় দেখার জন্য। কম রান করেও জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। বুমরাহ ম্যাজিকে আচমকাই হারের কালো মেঘ নেমে আসে পাকিস্তান সমর্থকদের মুখে।

Advertisement

[আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা থেকে স্বপ্নের প্রত্যাবর্তন, ভারত-পাক ম্যাচে সেরার শিরোপা ঋষভেরও]

সেই হারের সাক্ষী থাকলেন আমেরিকার এক পাকিস্তানভক্ত। যিনি ট্রাক্টর বিক্রি করে ৩০০০ মার্কিন ডলার দিয়ে টিকিট কেটেছিলেন। ভারতীয় মুদ্রায় যার মূল্য আড়াই লক্ষ টাকা। অথচ ম্যাচ শেষে তাঁর চোখেমুখে তীব্র অবিশ্বাস। ম্যাচের ফল কিছুতেই মেনে নিতে পারছেন না। পিছনে যখন ভারতীয় সমর্থকদের উল্লাস, তখন তাঁর গলায় প্রবল হতাশা। শেষ পর্যন্ত তিনি বলেন, “আমি ট্রাক্টর বিক্রি করে ম্যাচের টিকিট কেটেছিলাম। ভারতের রান দেখে ভাবতেই পারিনি এই ম্যাচ হারব। এই রান তো সহজেই তোলা যায়। ম্যাচ আমাদের হাতে ছিল। কিন্তু বাবরের আউট হওয়ার পরেই মন ভেঙে যায়। তবে ভারতীয় ভক্তদের অভিনন্দন জানাচ্ছি।”

শেষ পর্যন্ত ম্যাচের চাপ ধরে রাখতে পারেনি পাকিস্তান। বাবররা আবার হতাশ করলেন ভক্তদের। দিন কয়েক আগে আমেরিকার কাছে হারার পর ভাইরাল হয়েছিল এক মহিলা ভক্তের হাহাকার। পাকিস্তানের হারের পর তিনি বলেছিলেন ‘ম্যায় থক গয়ি হুঁ’। এর আগে ‘মারো মুঝে মারো’র ভাইরাল মিম তো আছেই। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে এবারও খালি হাতেই ফিরতে হল পাকিস্তান সমর্থকদের।

[আরও পড়ুন: ‘জিনিয়াস’ বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ রোহিত, মানছেন ব্যাটিং ব্যর্থতার কথাও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement