আজম খান। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরতে পারছেন না। তার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) দুষছেন পাকিস্তানের উইকেট কিপার-ব্যাটার আজম খান (Azam Khan)। পিসিবি-র জন্যই বিশ্ব মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরতে পারছেন না আজম। তিনি একহাত নিয়েছেন পাক নির্বাচকদের। জানিয়েছেন, আমাকে পুরো সিরিজ খেলার সুযোগ দেওয়া হোক। দোদুল্যমান অবস্থায় আমাকে রাখবেন না।
এক সাক্ষাৎকারে আজম খান জানিয়েছেন, তাঁকে পুরো সিরিজ খেলার সুযোগ দেওয়া হোক।
বিদেশের মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি টুর্নামেন্টে ভালো খেলেছেন আজম খান। পাকিস্তান সুপার লিগেও আজম খান নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছেন তিনি।
সেখানেও নিজের নামের প্রতি সুবিচার করেছেন আজম। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে নিজেকে চেনানোর সুযোগ পাননি তিনি।
পাকিস্তানের হয়ে ৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মইন খানের পুত্র আজম। সাকুল্যে তাঁর সংগ্রহ ২৯ রান। ২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিষেক ঘটে আজম খানের। তিন বছরে আজম খান খেলেছেন মাত্র সাতটি ইনিংস। তাঁর ব্যাটিং গড় ৪.৮৩।
শোয়েব মালিককে দেওয়া এক সাক্ষাৎকারে আজম খান বলেছেন, ”আমি বুঝতে পেরেছি লিগ ক্রিকেটে আমাকে নেওয়া হয়, কারণ আমি ম্যাচ জেতাতে পারি, এই উপলব্ধি হয়েছে। কিন্তু সুযোগ না পাওয়ায় মনে হয়েছে তোমাদের মনে নিশ্চয় আমাকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে কোথাও। তোমাদের যদি মনে হয়ে থাকে যে আমি দলে সুযোগ পাওয়ার যোগ্য নই,তাহলে আমি নিজের রাস্তা খুঁজে নেব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.