সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ সহজেই জিতে নিল পাকিস্তান। রানে ফিরলেন বাবর আজম, উইকেট পেলেন শাহিন আফ্রিদিও। প্রোটিয়াদের ঘরের মাঠে সিরিজে হারিয়ে নতুন রেকর্ড তৈরি করলেন রিজওয়ানরা। যা একুশ শতকে আর কোনও দেশের নেই। সেই সঙ্গে কি আশা জাগিয়ে তুললেন রোহিত শর্মাদেরও মনে?
তিন ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথমটি পাকিস্তান জেতে ৩ উইকেটে। এদিন দ্বিতীয় জয়টি তারা তুলে নিলেন ৮১ রানে। প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৩২৯ রান। বাবর আজম করেন ৭৩ রান। অধিনায়ক মহম্মদ রিজওয়ান করেন ৮০ রান। কামরান গুলামের রান ৬৩। সেখানে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ২৪৮ রানে। হেনরিখ ক্লাসেনের ৯৭ রানও প্রোটিয়াদের বাঁচাতে পারেনি। শাহিন আফ্রিদির শিকার ৪টি। নাসিম শাহ তুলে নেন ৩টি উইকেট।
এই সিরিজ জয়ের সৌজন্যে নয়া রেকর্ড গড়ল পাকিস্তান। একুশ শতকে দ্রুততম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে তিনটি ওয়ানডে সিরিজ জিতল তারা। এর আগে ২০১৩ ও ২০২১-এ সিরিজ জিতেছিল পাকিস্তান। এই শতাব্দীতে সেদেশে মোট ৭টির মধ্যে ৩টি জিতল। অস্ট্রেলিয়াও তিনটি জিতেছে, তবে তারা খেলেছে ১০টি সিরিজ। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই জয় আত্মবিশ্বাস জোগাবে পাকিস্তানকে।
অন্যদিকে কিছুটা স্বস্তি পাবে ভারতও। কেন? এর পর দুটি টেস্ট খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের ফর্ম ধরে রাখতে পারলে ভালো ফল করতে পারেন রিজওয়ানরা। তাতে সুবিধা পাবে ভারতও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে সবার আগে আছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ভারত দাঁড়িয়ে আছে তৃতীয় স্থানে। সেক্ষেত্রে পাকিস্তান যদি দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজে হারিয়ে দিতে পারে, তাহলে ফাইনালের রাস্তা চওড়া হবে ভারতের জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.