Advertisement
Advertisement

Breaking News

Pakistan Cricket Team

রিজওয়ানের নেতৃত্বে দুরন্ত কামব্যাক, ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয় পাকিস্তানের

বিধ্বংসী বোলিংয়ে সিরিজের সেরা হয়েছেন হ্যারিস রউফ।

Pakistan Cricket Team wins historic ODI series in Australia after 22 years

সিরিজ জয়ের পর পাকিস্তান দল।

Published by: Arpan Das
  • Posted:November 10, 2024 5:16 pm
  • Updated:November 10, 2024 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুঃসময় কাটছে পাকিস্তান ক্রিকেটের। ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে পর্যুদস্ত করার পর এবার অস্ট্রেলিয়ায় গিয়ে দেখা গেল মহম্মদ রিজওয়ানদের দাপট। প্রথম ওয়ানডেতে হারার পর দুরন্ত কামব্যাক পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচে জয় এসেছিল ৭ উইকেটে। আর তৃতীয় ওয়ানডেতেও হেলায় ৮ উইকেটে জিতল রিজওয়ানের নেতৃত্বাধীন দল। সেই সঙ্গে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান।

সাদা বলের ক্রিকেটে কিছুদিন আগেই নেতৃত্ব বদল হয়েছে। বাবর আজমের পর অধিনায়ক হয়েছেন মহম্মদ রিজওয়ান। তার পরই সাফল্যের সরণিতে প্রত্যাবর্তন। যদিও অজিভূমে সিরিজের শুরুটা হয়েছিল হার দিয়েই। কিন্তু সেই ম্যাচে কম রান সম্বল করেও যথেষ্ট লড়াই করেছিলেন হ্যারিস রউফরা। দ্বিতীয় ম্যাচের নায়ক হয়েছিলেন তিনি। আর শেষ ম্যাচে জ্বলে উঠলেন পাকিস্তানের সব বোলারই। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, মুহম্মদ হাসনাইনের সম্মিলিত আক্রমণে ৩১.৫ ওভারে অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় মাত্র ১৪০ রানে।

Advertisement

শুরুতেই ধাক্কা দেন নাসিম শাহ। চতুর্থ ওভারেই তিনি ফিরিয়ে দেন জেক ফ্রেসার ম্যাকগুর্ককে। তার পর আর ফিরে তাকাতে হয়নি। নিয়মিত ব্যবধানে ফিরে যান জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসরা। সর্বোচ্চ রান শন অ্যাবটের। তিনি করেন ৩০ রান। তবে এই ম্যাচে খেলেননি প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথরা। আসন্ন বর্ডার গাভাসকর ট্রফির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে তাঁদের। সেই জায়গায় সিরিজের নির্ণায়ক ম্যাচে বাজিমাত পাকিস্তানের। আফ্রিদি ও নাসিম নিলেন তিনটি করে উইকেট। হ্যারিস রউফের শিকার ২ উইকেট। ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি সিরিজের সেরাও হয়েছেন তিনি।

জবাবে একেবারেই সমস্যায় পড়তে হয়নি পাকিস্তানকে। বরং ধীরেসুস্থে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যান সাইম আয়ুব (৪২), আবদুল্লা শফিক (৩২)। তাঁরা ফিরে গেলেও অসুবিধা হয়নি। প্রাক্তন ও বর্তমান অধিনায়ক, অর্থাৎ বাবর আজম (২৮) ও মহম্মদ রিজওয়ান (৩০) পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ম্যাচ জেতেন তাঁরা। ২২ বছর অজিভূমে ওয়ানডে সিরিজ জয়ের সাফল্য পেল পাকিস্তান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement