Advertisement
Advertisement
Babar Azam PSL IPL

‘আইপিএলের থেকে এগিয়ে বিগ ব্যাশ’, বাবর আজমের মন্তব্য শুনে হেসে খুন হরভজন

পিএসএল ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন বাবর।

Pakistan captain Babar Azam's reply brutally trolled by Harbhajan Singh । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:March 17, 2023 1:11 pm
  • Updated:March 17, 2023 1:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) না বিগ ব্যাশ লিগ (BBL)? পাক ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) এই প্রশ্ন করা হয়েছিল। পাক তারকার উত্তর শোনার পরে ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ট্রোল করেছেন বাবর আজমকে। ভাজ্জির প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

পেশোয়ার জালমির পডকাস্টে বাবর আজমকে প্রশ্ন করা হয়েছিল, বিগ ব্যাশ লিগ ও আইপিএলের মধ্যে কোন লিগ সেরা? ব্যাখ্যা করে বাবর বলেন, ”অস্ট্রেলিয়ার কন্ডিশন অন্য জায়গার থেকে আলাদা। ওখানকার পিচ খুবই দ্রুতগামী। অস্ট্রেলিয়ায় খেললে অনেক কিছু শেখা যায়। আইপিএলের পিচ থেকে শুরু করে পরিস্থিতি সবই এশিয়ার মতোই।”

Advertisement

[আরও পড়ুন: স্লেজিং করেছিলেন শচীনকে, পালটা দেন মাস্টার ব্লাস্টারও, পুরনো স্মৃতিতে ডুব দিলেন সাকলিন]

 

একজন টুইটার ব্যবহারকারী বাবর আজমের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। সোশ্যাল মিডিয়ার যুগ এখন। যে কোনও বিষয় নিয়ে প্রবল চর্চা হয় সেখানে। বাবরের বক্তব্য নিয়েও প্রবল আলোচনা হয়। ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং কিছু না লিখে বাবরকে ট্রোল করেছেন। হাসির ইমোজি পোস্ট করেছেন হরভজন।

 

পাকিস্তান সুপার লিগ ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেন বাবর আজম। দিনকয়েক আগে ভারতের আরেক প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া পাকিস্তান সুপার লিগের প্রশংসা করে বলেছিলেন, ”আমার মনে হয় পিএসএল এই মুহূর্তে দ্বিতীয় সেরা টি-টোয়েন্টি লিগ। আইপিএলের পরেই পিএসএল। বিগ ব্যাশ লিগ বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বহু পিছিয়ে।”

[আরও পড়ুন: কোহলির পেপ টকে ঘুরে দাঁড়ালেন মন্ধানারা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘বিরাট’ পরামর্শ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement