Advertisement
Advertisement
Gautam Gambhir

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই পাকিস্তানের, কারণ জানালেন গম্ভীর

জেনে নিন গম্ভীরের ব্যাখ্যা।

Pakistan cant be able to win T-20 World Cup, says Gautam Gambhir । Sangbad Pratidin

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অকপট গম্ভীর। ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:December 28, 2023 5:14 pm
  • Updated:December 28, 2023 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি ভারত। সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup)। ৫০ ওভারের বিশ্বকাপ জিততে না পারার জ্বালা জুড়নোর আরও একটা সুযোগ পাচ্ছে ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ কি জিততে পারবে ভারতীয় দল? ভারতীয় দলকে বেগ দিতে পারে কোন দল? প্রশ্নটা করা হয়েছিল ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও যুবরাজ সিংকে (Yuvraj Singh)।
গৌতম গম্ভীর বলেন, ”এই ধরনের পরিস্থিতিতে আফগানিস্তান খুবই বিপজ্জনক একটা দল। অস্ট্রেলিয়া দলে রয়েছে এরাধিক ইমপ্যাক্ট প্লেয়ার। টি-টোয়েন্টি ক্রিকেট ঠিক যেভাবে খেলতে হয়, ইংল্যান্ডও ঠিক সেই ভাবেই তা খেলে। এই দলগুলো কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।” 

[আরও পড়ুন: আগের মতোই লম্বা, সোনালি চুল রাখতে চান ধোনি! কী বলছেন ‘ক্যাপ্টেন কুল’? দেখে নিন ভাইরাল ভিডিও]

ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ সিং। তিনি বলেছেন, ”আমার সম্পূর্ণ অন্য ধরনের একটা মতামত রয়েছে। আমার মনে হয় দক্ষিণ আফ্রিকাই জিতবে। কারণ সাদা বলের কোনও টুর্নামেন্ট জেতেনি দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারের বিশ্বকাপে ওদের উন্নতি চোখে পড়ার মতো হয়েছে। আর পাকিস্তান তো আছেই।”
গম্ভীর অবশ্য পাকিস্তানকে নিয়ে একেবারেই উৎসাহী নন। তিনি বলেছেন, ”পাকিস্তানের ফিল্ডিং অত্যন্ত খারাপ। আন্তর্জাতিক ক্রিকেটে সব চেয়ে নিকৃষ্ট ফিল্ডিং করে পাকিস্তানই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে হলে পাকিস্তানের ফিল্ডিংয়ের মান বাড়াতে হবে।”
গম্ভীর আরও বলেন, ”গত পাঁচ-ছ বছরে ভারত যতবার বিশ্বকাপ ফাইনালে গিয়েছে, পাকিস্তানও ততবার ফাইনালে পৌঁছতে পারেনি। ট্রফির থেকে আর একধাপ দূরে ভারত। আশা করা যায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে ভারত।”

Advertisement

[আরও পড়ুন: ‘তোমার উপর অনেক দায়িত্ব!’ টিম ইন্ডিয়ার কোন তারকাকে সবক শিখিয়েছিলেন মহম্মদ শামি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement