Advertisement
Advertisement
Asia Cup

ব্যাটে বলে দাপট পাকিস্তানের, এশিয়া কাপের সুপার ফোরের শুরুতেই নাস্তানাবুদ বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে নামার আগে ছুটছে পাকিস্তান।

Pakistan beats Bangladesh in super four stage of Asia Cup | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 6, 2023 9:52 pm
  • Updated:September 6, 2023 10:22 pm  

বাংলাদেশ ১৯৩ (মুশফিকুর ৬৪, শাকিব ৫৩, রউফ ৪/১৯)

পাকিস্তান ১৯৪/৩ (ইমাম ৭৮, রিজওয়ান ৬৩)

Advertisement

সাত উইকেটে জয়ী পাকিস্তান। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে দাপট পাকিস্তানের (Pakistan)। ব্যাটে-বলে বিপক্ষকে একেবারে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের সুপার ফোর শুরু করলেন বাবর আজমরা। প্রথমে বাংলাদেশের ব্যাটিংকে গুঁড়িয়ে দিলেন পাক পেসাররা। তারপর বাংলাদেশ (Bangladesh) বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন ইমাম উল হকরা। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের পরবর্তী প্রতিপক্ষ ভারত। রোহিতদের বিরুদ্ধে নামার আগে বেশ ভালভাবে নিজেদের ঝালিয়ে নিল পাকিস্তান। 

এশিয়া কাপের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন পাক পেসাররা। ম্যাচের শুরুতেই আগুনে বোলিং করে বিপক্ষের ব্যাটিংয়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহরা। টুর্নামেন্টের শুরুতে নেপাল ও ভারতের পর এদিন বাংলাদেশের বিরুদ্ধেও শুরু থেকেই আগুন ঝরাতে শুরু করেন পাক পেসাররা। তাঁদের গতির সামনেই বাংলাদেশের আত্মসমর্পণ শুরু। তারপরে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি টাইগার বাহিনী। 

[আরও পড়ুন: বিশ্বকাপের পরে কি জোড়া কোচ পাবে ভারত? দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে জল্পনা]

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এদিন টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনও রান না তুলেই প্রথম উইকেট হারায় তারা। দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হন চোট সারিয়ে খেলতে নামা লিটন দাস। চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ব্যাটিংকে উদ্ধার করতে নামেন শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। পাক বোলিং সামলে সেঞ্চুরি পার্টনারশিপও গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার। কিন্তু সেট হয়ে গিয়েও উইকেট ছুঁড়ে দিয়ে আসেন দু’জনেই। শেষ পর্যন্ত ২০০ও টপকাতে পারেনি বাংলাদেশ। মাত্র ১৯৪ রানে অলআউট হন শাকিবরা। চার উইকেট তুলে নেন পেসার হ্যারিস রউফ। 

সহজ টার্গেট পেয়ে দ্রুত ম্যাচ শেষ করার লক্ষ্যে খেলতে নামে পাকিস্তান। মাঠের আলো নিভে গিয়ে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও তার প্রভাব পড়েনি পাক ব্যাটিংয়ে। ৭৮ রানের দুরন্ত ইনিংস আসে ওপেনার ইমাম উল হকের ব্যাট থেকে। মাঠের মধ্যেই চোট পেলেও যন্ত্রণা নিয়েই খেলে যান তিনি। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। অন্যদিকে চার নম্বরে নেমে হাফ সেঞ্চুরি হাঁকান মহম্মদ রিজওয়ান। দশ ওভার বাকি থাকতেই ম্যাচ নিজেদের পকেটে পুরে ফেলে পাকিস্তান। দুরন্ত ফর্মে থাকা শাহিনদের বিরুদ্ধেই সুপার ফোর পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। মহাদ্বৈরথের আগেই এই জয় আরও আত্মবিশ্বাসী করে তুলবে পাকিস্তানকে।  

[আরও পড়ুন: ‘মেসির আর্জেন্টিনাকে পাইয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপ’, এখনও ফুঁসছেন ভ্যান গাল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement