সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি (ICC) ওয়ানডে র্যাঙ্কিংয়ে গত কয়েকদিন ধরে যেন সাপলুডোর খেলা চলছে। কয়েকদিন আগেই মাত্র ৪৮ ঘণ্টার জন্য ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছিল পাকিস্তান (Pakistan)। তবে এক ম্যাচ হেরেই ফের পিছিয়ে পড়েছে বাবর আজমের দল। বৃহস্পতিবার বার্ষিক র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যাচ্ছে, ভারতকে পিছনে ফেলেছে পাকিস্তান। তবে শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, তালিকার শীর্ষে থাকা তিন দলের রেটিং পয়েন্টের ব্যবধান খুবই কম। মাত্র কয়েক পয়েন্টের ব্যবধান রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভারতের (Indian Cricket Team) মধ্যে। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া পেয়েছে ১১৮ পয়েন্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলেও পয়েন্ট তালিকার শীর্ষে থাকা হল না পাকিস্তানের। ১১৬ পয়েন্ট নিয়ে বার্ষিক র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫-০ ফলে সিরিজ জিতলে অবশ্য ক্রমতালিকায় শীর্ষ স্থানেই থাকত পাকিস্তান।
র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রতিবেশী দেশের চেয়ে মাত্র এক পয়েন্ট কম রয়েছে রোহিত ব্রিগেডের। ১১৫ পয়েন্ট নিয়েই বার্ষিক তালিকায় তৃতীয় স্থান ভারতের। তবে প্রথম তিনে হাড্ডাহাড্ডি লড়াই থাকলেও অন্য দলগুলি বেশ পিছিয়ে রয়েছে। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড যথাক্রমে পঞ্চম ও চতুর্থ স্থানে রয়েছে। ভারতের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে কিউয়িরা। তবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে টপকে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। প্রসঙ্গত, ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথম আটে থাকা দলগুলি সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.