Advertisement
Advertisement

Breaking News

Asia Cup

চাপের মুখে নতিস্বীকার? পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত, মেনে নিল পাক বোর্ড

ইতিমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এই প্রস্তাব পাঠিয়েও দিয়েছে পিসিবি।

Pak Board Chief Shares Final Plan over hosting Asia Cup match against India | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:April 21, 2023 6:33 pm
  • Updated:April 21, 2023 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে নয়, নিরপেক্ষ কোনও ভেন্যুতে আয়োজন করতে হবে এশিয়া কাপে ভারতের ম্যাচগুলি। এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাক বোর্ড পাওয়ার পরই এই দাবি তুলেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। যা নিয়ে দীর্ঘ তর্ক-বিতর্ক শুরু হয়। তবে অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবিই মেনে নিতে বাধ্য হল পিসিবি (PCB)। শুক্রবারই তাদের তরফে জানিয়ে দেওয়া হল, এশিয়া কাপের ম্যাচ খেলতে ভারতকে পাকিস্তানে যেতে হবে না।

দীর্ঘদিন পর আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। কিন্তু দুই দেশের যা সম্পর্ক, তাতে টিম ইন্ডিয়াকে এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য পাক ভূমে পাঠাতে নারাজ বিসিসিআই। সাফ জানিয়ে দেওয়া হয়, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের ব্যবস্থা করলে তবেই এই টুর্নামেন্টে অংশ নেবে ভারত। জয় শাহর মন্তব্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রাক্তন পাক তারকা থেকে কর্মকর্তারা। এমনকী ভারত পাকিস্তানে খেলতে না এলে পালটা চলতি বছর ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপ বয়কটের দাবিও তোলা হয় পড়শি দেশের তরফে। তবে শেষমেশ পিসিবির গলার সুর নরম।

Advertisement

[আরও পড়ুন: শিক্ষার পর এবার পুরসভা দুর্নীতিতেও সিবিআই তদন্ত, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

এদিন বোর্ড চেয়ারম্যান নাজম শেঠী জানান, ভারত নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে পারবে। বাবর আজমের পাক দল এবং অন্য দলগুলি খেলবে পাকিস্তানেই। ইতিমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এই প্রস্তাব পাঠিয়েও দিয়েছে পিসিবি। আগামী ২ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। ফাইনাল ১৭ সেপ্টেম্বর। ভারত ও পাকিস্তানের পাশাপাশি অংশ নেবে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এবং একটি কোয়ালিফায়ার দল। তবে রোহিত শর্মারা কোন দেশের মাঠে খেলবেন, তা এখনও জানা যায়নি।

যদিও শেঠীর আশা, এশিয়া কাপে ভারত পাক সফরের জন্য রাজি না হলেও ২০২৫ সালে সে দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে রাজি হবে ভারতীয় দল। আসলে আগামী মাসেই গোয়ায় SCO কাউন্সিল বৈঠকের জন্য ভারতে আসছেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। এরপর দুই দেশের মধ্যে তিক্ততার সম্পর্কের বরফ গলবে বলেই আশা শেঠীর।

[আরও পড়ুন: একদিকে ‘কিসি কা ভাই কিসি কি জান’, অন্যদিকে ‘চেঙ্গিজ’, জিতের পাশে দেব-প্রসেনজিৎ-অঙ্কুশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement