Advertisement
Advertisement

Breaking News

2007 T20 World Cup Team India Yuvraj Singh Stuart Broad

Yuvraj Singh: ছয় ছক্কার ১৬ বছর, যুবরাজকে স্যান্ডআর্টের উপহার, দেখুন মন ভালো করে দেওয়া ভিডিও

ইতিহাসের পাতায় ছয় ছক্কা।

OTD in 2007: Yuvraj Singh smashes 6 sixes off Stuart Broad, sets record for fastest fifty hit in cricket history। Sangbad Pratidin

সেই মুহূর্ত। যুবরাজের ছয় ছক্কা মারার সেই মুহূর্ত। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 19, 2023 11:52 am
  • Updated:September 19, 2023 11:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ (2007 T20 World Cup)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বুকে সেই কাপ যুদ্ধে ইতিহাস ইতিহাস লিখেছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে (Stuart Broad) ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন পঞ্জাব তনয়। ২০ ওভারের ফরম্যাটে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন তিনি। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ব্যাটারের ইতিহাস গড়া পারফরম্যান্সের ১৬ বছর পূর্ণ হল।

২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর। ডারবানের বাইশ গজে সেই রাতে ঝড় তুলেছিলেন যুবরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ তম ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ। বল করছিলেন স্টুয়ার্ট ব্রড। সেই ওভার শুরু হওয়ার আগে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে কথা কাটাকাটি হয় যুবরাজের। সেই রাগের জ্বালা যেন মিটিয়েছিলেন ব্রডের উপর। একের পর এক বল মাঠের বাইরে পাঠিয়েছিলেন অবলীলায়।

Advertisement

[আরও পড়ুন: এক বছর আট মাস পরে একদিনের দলে অশ্বিনের কামব্যাক! কিন্তু কেন? কারণ জানালেন রোহিত]

Thank you for this lovely sand art, Christy Valiyaveettil ❤️ even though you created this for my birthday, today is also an apt occasion for me to share it. #16Years #SixSixes pic.twitter.com/9f34hL4gwk

— Yuvraj Singh (@YUVSTRONG12) September 19, 2023

ওভারের প্রথম বলটা উড়ে গিয়েছিল ডিপ মিড উইকেটে। দ্বিতীয় বল যায় স্কোয়ার লেগের দিকে। পরেরটা ওয়াইড লং অফ এবং ডিপ পয়েন্টের দিকে। পঞ্চম বলটা মেরেছিলেন স্কোয়ার লেগের উপর দিয়ে। শেষটা লং অনের দিকে। উল্টো দিকে থাকা মহেন্দ্র সিং ধোনি সাক্ষী ছিলেন ইতিহাসের।

Yuvraj Singh and Stuart Broad
ম্যাচের শেষে স্টুয়ার্ট ব্রডকে জড়িয়ে ধরেছিলেন যুবরাজ সিং। ফাইল ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করেছিল ভারতীয় দল। ওপেনিং জুটি হিসাবে বীরেন্দ্র শেহওয়াগ ৫৮ ও গৌতম গম্ভীর ৬৮ রান করেছিলেন। ১৪.৪ ওভারে ভারতীয় দল মাত্র এক উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে ফেলেছিল। এর পর তিন জন ভারতীয় ব্যাটার দ্রুত আউট হলে যুবরাজ ক্রিজে আসেন। তাঁর সঙ্গে তখন নন-স্ট্রাইকার ধোনি। ক্রিজে আসার পরই ফ্লিনটফ তাঁক উত্যক্ত করেন। ঝামেলা হওয়ার পরের ওভারেই ব্রডকে ধুয়ে দেন যুবি। ছয় বলে টানা ছটি ছক্কা! ডারবানের গ্যালারি তখন উত্তাল। একের পর এক ছক্কা গিয়ে পড়ছে মাঠের একেক প্রান্তে।

Look out in the crowd!

On this day in 2007, @YUVSTRONG12 made #T20WorldCup history, belting six sixes in an over 💥 pic.twitter.com/Bgo9FxFBq6

— ICC (@ICC) September 19, 2021

[আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে দুটি ম্যাচে কেন নেই এশিয়ার সেরা কুলদীপ? রোহিতের চমকে দেওয়া মন্তব্য!]

১৯তম ওভারে যুবির ছটি ছক্কা ব্রডকে স্তম্ভিত করে দিয়েছিল। তিনি বুঝে উঠতে পারেননি, যুবিকে ঠিক কোন জায়গায় বল ফেললে কাজ হবে। কারণ সেদিন যুবি ছিলেন অপ্রতিরোধ্য। তাঁকে আটকানোর সাধ্য সেদিন কারও ছিল না। প্রথম বলেই লং অনে ছক্কা মেরে যুবি বুঝিয়ে দিয়েছিলেন, তাঁকে অকারণ খোঁচা দিয়ে ফ্লিনটফ ঠিক কাজ করেননি। আর তার শাস্তি এবার পেতে হবে ব্রডকে। ওই ওভারে ছটি ছক্কা হাঁকিয়ে যুবি সেদিন বিশ্বরেকর্ড করেছিলেন। সেদিন মত্র ১২ বলে যুবি অর্ধ শতরান করেছিলেন। যুবরাজ সেদিন ১৬ বলে ৫৮ রানে ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সাতটি ছক্কা ও তিনটি বাউন্ডারিতে সাজানো ছিল সেই ইনিংস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement