প্রণব সরকার, ত্রিপুরা: ভারতীয় ক্রিকেটে নজিরবিহীন ঘটনা। শাসক বিজেপির দুই গোষ্ঠীর কোন্দলে তালা ঝুলল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। লোকসভা নির্বাচনের আগে শাসকদলের দুই গোষ্ঠীর প্রকাশ্য লড়াইয়ে ব্যাপক চাঞ্চল্য ত্রিপুরাজুড়ে।
ত্রিপুরা ক্রিকেট সংস্থা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের অনুগামীদের দখলে রয়েছে। যদিও ওই সংস্থার দখল নিতে মরিয়া মুখ্যমন্ত্রী মানিক সাহার অনুগামী গোষ্ঠী। দুই গোষ্ঠীর লড়াইয়ে বুধবার ত্রিপুরা ক্রিকেট সংস্থায় তালা ঝুলিয়ে দেন মুখ্যমন্ত্রীর গোষ্টীর নেতারা। ত্রিপুরা ক্রিকেট সংস্থাকে ঘিরে দুই গোষ্ঠীর লড়াই দীর্ঘদিনের। বিশেষ করে বিজেপি ত্রিপুরায় ক্ষমতা দখল করার পর ক্রিকেট সংস্থা কার দখলে যাবে, তা নিয়েই চলছে দুই গোষ্ঠীর লড়াই। একদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহার গোষ্টী। শেষ পর্যন্ত মানিক সাহার বিরোধী গোষ্ঠী ত্রিপুরা ক্রিকেট সংস্থা দখল করে। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের প্রত্যক্ষ হস্তক্ষেপে ভোটাভুটিতে জয়লাভ করেন তাঁর অনুগামী নেতারা।
তারপরই পুনরায় ক্রিকেট সংস্থা দখল নিতে ময়দানে নেমে পড়ে মানিক সাহা গোষ্ঠীর লোকেরা। এই নিয়ে গত বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল দুই গোষ্ঠীর মধ্যে। শেষপর্যন্ত সেই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। মানিক সাহা গোষ্ঠীর লোকেরা প্রকাশ্যে ত্রিপুরা ক্রিকেট সংস্থায় তারা ঝুলিয়ে দিল। যার ফলে বর্তমানে ত্রিপুরা ক্রিকেট সংস্থায় রীতিমতো এভাবে প্রকাশ্যে কোন সংস্থা তালা দেওয়ান নজির নেই ভু-ভারতে।
ত্রিপুরা ক্রিকেট সংস্থায় তালা ঝুলে যাওয়ায় ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। গত মরশুমেই বাংলা ছেড়ে ত্রিপুরায় খেলতে গিয়েছেন ঋদ্ধিমান সাহা। আবার ক্রিকেটের উন্নতিতে ল্যান্স ক্লুজনারকে কোচ করে এনেছেন ত্রিপুরা ক্রিকেটের কর্তারা। স্বাভাবিকভাবেই এদের সবার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.