Advertisement
Advertisement

Breaking News

ODI WorldCup 2023

ODI WorldCup 2023: সাতে সাত করেও দক্ষিণ আফ্রিকাকে বিশেষ গুরুত্ব, শহরে নেমেই পিচ দেখতে ইডেনে রাহুল

রবিবার ইডেনে হাইভোল্টেজ ম্যাচ।

ODI WorldCup 2023: Rahul Dravid visits Eden Gardens to inspect the pitch । Sangbad Pratidin

ইডেনের পিচ দেখছেন রাহুল দ্রাবিড়। ছবি-অমিত মৌলিক।

Published by: Krishanu Mazumder
  • Posted:November 3, 2023 6:51 pm
  • Updated:November 4, 2023 7:18 am  

আলাপন সাহা: মুম্বইয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে শহর কলকাতায় টিম ইন্ডিয়া। আগামী কয়েকদিন এই শহরের শ্বাসপ্রশ্বাসে যে কেবলই বিরাট কোহলি, রোহিত শর্মা থাকবেন, তা বলাই বাহুল্য। পারদ আগেই চড়তে শুরু করে দিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের।
এদিন সন্ধেয় টিম ইন্ডিয়া দমদম বিমানবন্দরে নেমে হোটেলমুখী হলেও ভারতীয় দলের  কোচ রাহুল দ্রাবিড় এবং বোলিং কোচ পরশ মামরে চলে এলেন ইডেন গার্ডেন্সে। নন্দনকাননে এসেই পিচ পর্যবেক্ষণ করতে চলে গেলেন দুজন। পিচ ছিল ঢাকা। কিন্তু রাহুল ও পরশ মামরে পৌঁছতেই পিচ কভার সরানো হয়। দীর্ঘক্ষণ ইডেনের বাইশ গজ পর্যবেক্ষণ করেন রাহুল দ্রাবিড়। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন রাহুল দ্রাবিড়। 

 

Advertisement

[আরও পড়ুন: ODI World Cup 2023: শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপের শেষ চারে ভারত, ভালোবাসা জানালেন অনুষ্কা]

শহরে নেমেই ইডেনে সরাসরি চলে আসার কারণ সহজেই অনুমেয়। রবিবার বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ভারত দারুণ ছন্দে থাকলেও প্রোটিয়ারাও কিন্তু নিজেদের শক্তির পরিচয় দিচ্ছে। লিগ তালিকায় ২ নম্বরে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক যা ধরছেন তাতেই সোনা ফলাচ্ছেন।  ইতিমধ্যেই চারটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। ভ্যান ডার ডুসেনও ছন্দে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগও সমান শক্তিশালী। ফলে রবিবাসরীয় কলকাতায় জমজমাট লড়াই যে অপেক্ষা করছে, তা বলে দেওয়াই যায়। 
রবিবার আবার বিরাট কোহলির জন্মদিন। শচীন তেণ্ডুলকরের ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ধাওয়া করছেন কোহলি। ভাগ্য সহায় থাকলে ওয়াংখেড়েতেই ৪৯-তম সেঞ্চুরি করে ফেলতেন কোহলি। কিন্তু শচীনের ঘরের মাঠে সেঞ্চুরি পাননি কোহলি। কলকাতা অপেক্ষায় রয়েছে। আগামী দুদিন কোহলি-মায়ায় আচ্ছন্ন থাকবে শহর। শহরের সব রাজপথ এসে মিশবে ইডেন গার্ডেন্সে।   

[আরও পড়ুন: ODI World Cup 2023: টিকিটের কালোবাজারি রুখতে সক্রিয় কলকাতা পুলিশ, ইডেনের সামনে বিক্ষোভ কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement