সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই বিশ্বকাপের দরজা খুলে গিয়েছিল তাঁর জন্য। অক্ষর প্যাটেলের চোট না সারায় শেষ মুহূর্তে অশ্বিন ঢুকে যান বিশ্বকাপের স্কোয়াডে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমে একটি উইকেটও দখল করেছিলেন ভারতের তারকা অফস্পিনার। চিপকের প্রথম ম্যাচই তাঁর শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় বিশ্বকাপে। বাকি ম্যাচগুলোয় সুযোগ না পাওয়ায় বিস্মিত হয়েছেন অশ্বিন স্বয়ং। মেগা ইভেন্ট শেষ হওয়ার পরে সেই বিষয়ে মুখ খুলেছেন রবি অশ্বিন।
ভারতের তারকা অফস্পিনার ইউটিউব চ্যানেলে নিজেই ব্যাখ্যা করেছেন কারণ। অশ্বিন জানিয়েছেন, ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি দলে ফিরতেই পারতেন। কিন্তু হার্দিক পাণ্ডিয়ার চোট পরিস্থিতি বদলে দেয়।
ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ”কখনও ভাবিনি আমার বিশ্বকাপ অভিযান প্রথম ম্যাচের পরেই শেষ হয়ে যাবে। ভালো ছন্দেই ছিলাম আমি। ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দলে ফিরতেই পারতাম। হার্দিক পাণ্ডিয়া চোট পেয়ে গেল। দলের গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পাণ্ডিয়া। পাণ্ডিয়ার পরিবর্ত হিসেবে দ্বিতীয় কোনও অলরাউন্ডার ছিল না দলে।”
ধরমশালার পরে আহমেদাবাদের ফাইনালে প্রথম একাদশে ঢুকতেই পারতেন অশ্বিন। কারণ ফাইনালের পিচ ছিল মন্থর। অশ্বিন নামলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মন্থর পিচের সুবিধা নিতে পারতেন। কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। তাই এক ম্যাচ খেলার পরেই অশ্বিনের বিশ্বকাপ শেষ হয়ে যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.