Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: কোচ দ্রাবিড়ের ভবিষ্যৎ কী? হারের পর কী বললেন রোহিতদের হেডস্যর?

অধিনায়ক রোহিত শর্মা সম্পর্কে কী বললেন দ্রাবিড়?

ODI World Cup 2023: What will be the fate of Coach Rahul Dravid after this debacle । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 20, 2023 12:11 am
  • Updated:November 20, 2023 12:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীরে এসে তরী ডুবল ভারতের। বিশ্বচ্যাম্পিয়ন হওয়া আর হল না রোহিত শর্মার। ক্রিকেটার হিসেবে রাহুল দ্রাবিড় নিজে কোনওদিন বিশ্বকাপ জিততে পারেননি। সিনিয়র দলের কোচ হিসেবে বিশ্বজয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু কাপ ও ঠোঁটের মধ্যে যে ব্যবধান, তা থেকেই গেল। ফাইনালের পরে সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড় অবশ্য নেতা রোহিতের প্রশংসা করলেন। গোটা টুর্নামেন্টে তাঁর দল যে ভীতসন্ত্রস্ত হয়ে ক্রিকেট খেলেনি, তাও জানালেন। বিশ্বকাপের পরে তাঁর ভবিষ্যৎ কী, সেই প্রশ্নেরও জবাব দিয়ে গেলেন।

ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই ছিল রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) চুক্তি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাহুল কি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করেছেন? সাংবাদিক বৈঠকে  দ্রাবিড় বলেন, ”পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনই কিছু ভাবনাচিন্তা করিনি। ভবিষ্যত কী সেটাও আমার জানা নেই এই মুহূর্তে।” চার বছর পরে ফের পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। রাহুল বলছেন, এখনও হাতে ঢের সময়। ততদিনে অনেক জল গড়িয়ে যাবে। ভুল কিছু বলেননি রাহুল দ্রাবিড়। সদ্য বিশ্বকাপ শেষ হল। আরও অনেক কিছু আগামী কয়েকদিনে ঘটবে ভারতীয় ক্রিকেটে। সেগুলো ভবিষ্যতেরও দিকনির্দেশ করে যাবে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন অধরা, পর্দার আড়ালেই থেকে গেলেন রাহুল দ্রাবিড়]

ভারতের কোচ ‘হিটম্যান’-এর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ”ছেলেদের উৎসাহ দেওয়া এবং তাদের সঙ্গে কথা বলার জন্য দীর্ঘ সময় ব্যয় করেছে রোহিত। যে কোনও ধরনের মিটিংয়ে এবং যে কোনও ধরনের আলোচনায় সবসময়ে উপস্থিত থেকেছে। কখনও কখনও পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি করতে হয়েছে। প্রচুর সময় খরচ করতে হয়েছে। এই অভিযানে রোহিত যথেষ্ট এনার্জি খরচ করেছে। সময়ও দিয়েছে।” 
বিশ্বকাপের প্রথম ম্যাচে শূন্য রান করেছিলেন রোহিত। তার পরে টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই রোহিতের ব্যাট কথা বলেছে। ফাইনালেও একসময়ে রোহিত ঝড়় তুলেছিলেন। কিন্তু ট্রাভিস হেডের দুর্দান্ত ক্যাচ ফিরিয়ে দেয় ভারত অধিনায়ককে। বিশ্বকাপের ১১টি ম্যাচে রোহিত ৫৯৭ রান করেন। রোহিতের ব্যাটিং সম্পর্কে রাহুল দ্রাবিড় বলছেন, ”টুর্নামেন্ট জুড়ে রোহিত দুরন্ত ব্যাটিং করেছে। শুরুতে সুরটা বেঁধে দিত রোহিতই। খুবই ইতিবাচক এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। দৃষ্টান্তস্বরূপ নেতৃত্ব দিয়েছে রোহিত।”
গোটা টুর্নামেন্ট জুড়ে উচ্চমানের ক্রিকেট খেলে এসেছে ভারত। ফাইনালে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভারতের তারকারা। এর মধ্যেই রাহুলের দিকে প্রশ্ন উড়ে আসে, তবে কি ফাইনালে ভীতু ভীতু ক্রিকেট খেলেছে ভারত। রাহুল বলেছেন, ”এবারের বিশ্বকাপে আমাদের দল যা পারফরম্যান্স করেছে, তাতে কিছুতেই আমি বলতে পারব না আমরা ভীতু ভীতু ক্রিকেট খেলেছি।” পরিস্থিতি অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজি বদলাতে হয়। সেটাই করতে হয়েছে ভারতকে বলে জানিয়েছেন রাহুল। 

[আরও পড়ুন: হারের কারণ পোস্টমর্টেম করতে গিয়ে কাদের দিকে আঙুল তুললেন চোখের জল ফেলা রোহিত?]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement