Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: জো রুটের এই বিশেষ শট নকল করতে চান, ইংল্যান্ড ম্যাচের আগে অকপট কোহলি

জেনে নিন আসল ঘটনা।

ODI World Cup 2023: Virat Kohli wants to play the signature shot of Joe Root । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 28, 2023 3:52 pm
  • Updated:October 28, 2023 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভারত-ইংল্যান্ড (India vs England) ম্যাচ। এই ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বিরাট কোহলি (Virat Kohli) প্রতিপক্ষ শিবিরের তারকা জো রুটের প্রশংসা করলেন। বললেন, ”জো রুট দুর্দান্ত প্লেয়ার। ও যেভাবে রিভার্স স্কুপ শট খেলে, তার প্রশংসা করতেই হয়। আমিও ওর শট খেলতে চাই।”
জো রুট (Joe Root) এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে ১৭৫ রান করেন। সর্বোচ্চ রান ৮২। জো রুটের পাশাপাশি কোহলি আলাদা করে মার্ক উডের উল্লেখ করেন। কোহলি বলেছেন, ”আমি মার্ক উডের বিরুদ্ধে খেলেছি। উড দারুণ বোলার। ব্যাটসম্যানকে বিপদে ফেলার দক্ষতা রয়েছে। ফলে উডের মতো পেসারের গতির মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি আমি।” 

 

Advertisement

[আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মারমুখী ওয়ার্নার, টপকে গেলেন কোহলিকে]

মার্ক উডকে মেগা ইভেন্টে এখনও পর্যন্ত বিবর্ণই দেখিয়েছে। পাঁচটি ম্যাচ থেকে তিনটি উইকেট নিয়েছেন মার্ক উড। শনিবার অবশ্য বিশ্বকাপে বিরাট কোহলির রান ছাপিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। অবশ্য রবিবার ইংল্যান্ডের সামনে ভারত। সেই ম্যাচে কোহলি অবশ্য ফের টপকে যেতে পারেন ওয়ার্নারকে।

 

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: পাকিস্তানকে হারিয়েই কেশব মহারাজের মুখে ‘জয় শ্রী হনুমান’, নেটদুনিয়ায় ভাইরাল তারকার পোস্ট]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement