Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: ‘উসেইন পাজি…’, পাক ম্যাচের আগে কিংবদন্তিকে কী প্রতিশ্রুতি দিলেন বিরাট?

মহারণের আগে কোহলিকে শুভেচ্ছা জানান বোল্ট।

ODI World Cup 2023: Virat Kohli had an entertaining exchange of message with Usain Bolt on the eve of Pak clash । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 13, 2023 7:32 pm
  • Updated:October 13, 2023 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক মহারণের আগে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার উসেইন বোল্ট শুভেচ্ছা জানালেন বিরাট কোহলিকে। রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে কোহলিই যে সবার নজরে, সেকথা বলাই বাহুল্য। মেলবোর্নে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির ৮ বলে ২৮ রান তাড়া করে ম্যাচ জয় এখন ইতিহাস হয়ে গিয়েছে। এখনও সেই রান তাড়া দেখে রক্তের গতি বেড়ে যায় ক্রিকেটপ্রেমীদের।
সোশাল মিডিয়ায় ভারত-পাক ম্যাচ নিয়ে বোল্ট ও কোহলির মধ্যে কথোপকথন হল। জামাইকান কিংবদন্তিকে প্রতিশ্রুতি দিয়ে কোহলি জানিয়ে রাখেন, শনিবারের বড় ম্যাচের জন্য তিনি নিজেকে তৈরি করছেন। 

[আরও পড়ুন: ICC World Cup 2023: গাজা নিয়ে মন্তব্যে না, মহারণের আগে বিতর্ক থেকে শতহস্ত দূরে বাবর আজম]

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে স্লিপে কোহলির শরীর ছুড়ে ফিল্ডিং দেখে মুগ্ধ হয়েছিলেন বোল্ট। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে বোল্ট টুইট করেন, ”কোহলি আগেরদিন তোমার ডাইভ দেখেছি। মাঠে তুমি দ্রুততম হতেই পারো কিন্তু আমি বাতাসে দ্রুততম। তোমার পরের ম্যাচ আমি দেখব। চাক দে ফাট্টে।”
জামাইকান দৌড়বীর যে ছবিটি পোস্ট করেন, সেখানে দেখা যাচ্ছে বোল্ট শূন্যে ভাসছেন। অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্টের এহেন সোশাল মিডিয়া পোস্টের জবাবে কোহলি তাঁকে প্রতিশ্রুতি দিয়ে লেখেন, উসেইন পাজি! কালকের জন্য তৈরি হচ্ছি অতিরিক্ত একশো মিটার স্প্রিন্ট অনুশীলন করে।” 

Advertisement

অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে একসময়ে দ্রুত উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে গিয়েছিল। কিন্তু কোহলি ও লোকেশ রাহুল চাপ সামলে ভারতকে ম্যাচ জেতান। অরুণ জেটলি স্টেডিয়ামে অবশ্য ফোকাসে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি দুরন্ত সেঞ্চুরি হাঁকান। কোহলি অর্ধশতরান করেন। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ব্যাট গর্জে উঠুক, এমনটাই চায় গোটা দেশ।

[আরও পড়ুন: নতুন ইতিহাস গড়তে মরিয়া পাকিস্তান, রেকর্ড ভাঙার হুঙ্কার দিলেন বাবর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement