Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: ‘তোমার বাবার কাছ থেকে শেখোনি?’ সানির প্রশ্নে দারুণ জবাব মার্শের

কী বললেন মার্শ?

ODI World Cup 2023: Sunil Gavaskar was left stumped after Mitchell Marsh came up with a gem of a reaction to his question । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 17, 2023 12:55 pm
  • Updated:October 17, 2023 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জয়ের রাস্তায় ফিরল অস্ট্রেলিয়া (Australia)। প্রথম দুম্যাচে হারের পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে অজিরা। দ্বীপরাষ্ট্র প্রথমে ব্যাট করে ২০৯ রান তোলে। অজিরা দ্রুতগতিতে রান তুলতে শুরু করে।
মিচেল মার্শ ৩৯ বলে হাফ সেঞ্চুরি করেন। উল্লেখ্য মিচেল মার্শ প্রাক্তন ক্রিকেটার জিওফ মার্শের ছেলে। একসময়ে সুনীল গাভাসকরও (Sunil Gavaskar) তাঁর সঙ্গে খেলেছেন। বাবা খেলতেন রক্ষণাত্মক ভঙ্গিতে। তিনিও ওপেন করতেন ডেভিড বুনের সঙ্গে। গাভাসকর সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে জিওফ মার্শের ছেলেকে জিজ্ঞাসা করেন, ”তোমার বাবা কি তোমাকে ডিফেন্সিভ শট খেলতে শেখায়নি? তুমি চালিয়ে খেলো শুরু থেকেই।”

[আরও পড়ুন: ভারতের কাছে লজ্জার হারের পর আরও ব্যাকফুটে মিকি আর্থার! কিন্তু কীভাবে?]

বাবা ও ছেলের ব্যাটিংয়ের মধ্যে জমিন-আসমান পার্থক্য। জিওফ মার্শের স্ট্রাইক রেট ৫৫.৩৩। খেলেছেন ১১৭টি ওয়ানডে। সেখানে ছেলের স্ট্রাইক রেট ৯৩.৮৫। গাভাসকরের প্রশ্ন জবাবে মিচেল মার্শ বলেন, ”বলতে পারেন বাবার খারাপ স্ট্রাইক রেট আমি মেরামত করছি।”
ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, বহু কাঙ্খিত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয় অস্ট্রেলিয়াকে পরের ম্যাচগুলোর ( ODI World Cup 2023) আগে আত্মবিশ্বাস জুগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। 

Advertisement

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘পাকিস্তানের থেকে ভারত অনেক এগিয়ে, বুমরাহ-শাহিনের মধ্যে আকাশ-পাতাল তফাৎ!’, গম্ভীরের বিস্ফোরণ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement