Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: ভারতের কাছে লজ্জার হার, লঙ্কা বোর্ডের সদস্যদের গণপদত্যাগ চাইছেন ক্রীড়ামন্ত্রী

১৯৯৬ সালের পরে আর বিশ্বকাপ জেতেনি শ্রীলঙ্কা।

ODI World Cup 2023: Sri Lanka's sports minister Roshan Fernando called for resignation of the country's cricket board । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 4, 2023 12:59 pm
  • Updated:November 7, 2023 3:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে ৩০২ রানের বিশাল ব্যবধানে হার মেনেছে শ্রীলঙ্কা (Sri Lanka)। আর এই লজ্জার হারের পরই দ্বীপরাষ্ট্র জুড়ে তীব্র সমালোচনা।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘে (Roshan Ranasinghe) দেশজ ক্রিকেট বোর্ডের সমস্ত সদস্যদের পদত্যাগ করার নিদান দিয়েছেন। তিনি বলেছেন, ”শ্রীলঙ্কার ক্রিকেট আধিকারিকদের পদ ধরে রাখার কোনও নৈতিক অধিকারই নেই। ওদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।” 

[আরও পড়ুন: ‘বিশ্বকাপে নেই, হজম করতে কষ্ট হচ্ছে’, টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে আবেগপ্রবণ হার্দিক]

সেদেশের মিডিয়াতেও শ্রীলঙ্কার এহেন হৃদয়বিদারক হারের প্রেক্ষিতে লেখা হয়েছে, ”স্যাক দেম অল।” সবাই একসঙ্গে পদত্যাগ করুক।
১৯৯৬ সালের পরে শ্রীলঙ্কা আর কখনও বিশ্বকাপ জেতেনি। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা ৫০ রানে আউট হয়ে যায়। বিশ্বকাপেও (ODI World Cup 2023) ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। ভারত প্রথমে ব্যাট করে ৩৫৭ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ৫৫ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। আর তার পরই দ্বীপরাষ্ট্রে শুরু হয়ে তীব্র সমালোচনা। গেল গেল রব ওঠে। 

Advertisement

[আরও পড়ুন: আইপিএলের মিনি নিলাম কবে, কোথায়? জানিয়ে দিল বোর্ড]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement