Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: অ্যাঞ্জেলো ম্যাথিউজ নন, ‘টাইমড আউট’ হওয়া প্রথম ক্রিকেটার হতে পারতেন সৌরভ

জেনে নিন সেই ঘটনা।

ODI World Cup 2023: Sourav Ganguly almost became first cricketer to be ‘Timed OUT’ । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 6, 2023 8:40 pm
  • Updated:November 6, 2023 8:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাত নিরীহ একটা ম্যাচ অরুণ জেটলি স্টেডিয়ামে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার (Bangladesh vs Sri Lanka) বিশ্বকাপে আর এগনোর কোনও সম্ভাবনাই নেই দুদলের। সেই ম্যাচ নিয়েই শুরু হল চর্চা। হঠাৎই আলোচনার কেন্দ্রে চলে এল এই ম্যাচ। সৌজন্যে টাইমড আউট। এক বলও না খেলে প্যাভিলিয়নে যেতে হল শ্রীলঙ্কার বর্ষীয়ান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হলেন ম্যাথিউজ। তবে টাইমড আউট হওয়া প্রথম ক্রিকেটারের নাম হতেই পারত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু আবেদন না করায় ভারতের প্রাক্তন অধিনায়ককে ‘টাইমড আউট’ করা হয়নি।
২০০৭ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টেস্টের ঘটনা। প্রথম ইনিংসে ভারত করেছিল ৪১৪ রান। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ৩৭৩। চতুর্থ দিনে ২.২ ওভারের মধ্যে ভারতের দুই ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ ও ওয়াসিম জাফর ফিরে যান। দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এদিকে নিয়মের যাঁতাকলে পড়ে শচীন তেণ্ডুলকরও ব্যাট হাতে নামতে পারছেন না। কারণ আগের দিন দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হওয়ার ১৮ মিনিট আগে মাঠ ছেড়েছিলেন শচীন।

[আরও পড়ুন: ক্রিকেটে কী এই ‘টাইমড আউট’? কোন নিয়মে প্যাভিলিয়নে ফেরেন ম্যাথিউজ?]

উল্লেখ্য, ওয়াসিম জাফরের উইকেট পতনের সময়ে স্থানীয় সময় ছিল সকাল ১০টা ৪৩ মিনিট। চতুর্থ আম্পায়ার মারে ব্রাউন স্মরণ করিয়ে দেন, সকাল ১০টা ৪৮ মিনিটের আগে ‘মাস্টার ব্লাস্টার’ মাঠে নামতে পারবেন না। ভারতের ইনিংসের প্রথম উইকেট পতনের পরে মাঠের আম্পায়ার ডারিল হার্পার টিভি আম্পায়ার মারিয়াস এরাসমাসকে জানিয়েছিলেন, টিম ইন্ডিয়ার সাজঘরে যেন এই নিয়মের বার্তা পৌঁছে দেওয়া হয়। কিন্তু ভারতীয় সাজঘরে কোনও বার্তাই পৌঁছয়নি। ভিভিএস লক্ষ্ণণের নামার কথাছিল। কিন্তু তিনি তখন স্নান করতে ব্যস্ত ছিলেন। লক্ষ্ণণের পরে সৌরভেরই নামার কথা। কিন্তু তিনি তখন সম্পূর্ণ অপ্রস্তুত। এমন নিয়ম সম্পর্কে ওয়াকিবহালই নন। পরিস্থিতি জটিল হতে থাকে। এমন সময়ে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হয়ে সৌরভ নেমে পড়েন মাঠে। তখন স্থানীয় সময় ১০টা ৪৯ মিনিট।
টাইমড আউটের নিয়মানুযায়ী, ”উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান অবসৃত হওয়ার পর নতুন ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন। সেই আউট টাইমড আউট নামে পরিচিত।”
দক্ষিণ আফ্রিকা আবেদন করলেই সৌরভ প্রথম ক্রিকেটার হিসেবে ‘টাইমড আউট’ হতেন। তবে আম্পায়াররা দেরির কারণ জানানোর পর তৎকালীন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রেম স্মিথ ও তাঁর সতীর্থরা আউটের আবেদন করেননি। সৌরভও ‘টাইমড আউট’ হননি। 

Advertisement

[আরও পড়ুন: ODI World Cup 2023: বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ ম্যাথিউজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement