Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: ঘরের মাঠে হিটম্যান শো, বিশ্বকাপে গেইলের জোড়া রেকর্ড ভাঙলেন রোহিত

কী সেই রেকর্ড?

ODI World Cup 2023: Rohit Sharma breaks Chris Gayle's record of hitting most sixes in the world cup । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 15, 2023 3:10 pm
  • Updated:November 15, 2023 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াংখেড়েতে নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন হিটম্যানের দখলে। এক বিশ্বকাপে সর্বাধিক ছয় মারার মালিকও তিনি। ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইলের জোড়া রেকর্ড ভেঙে দিলেন রোহিত। যে গতিতে বুধবার শুরু করেছিলেন রোহিত, তাতে খুব সহজেই পঞ্চাশ করতে পারতেন। সেঞ্চুরিও অসম্ভব কিছু ছিল না।
কিন্তু ৪৭ রানে সাউদিকে গ্যালারিতে তুলে ফেলতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন রোহিত। এই ৪৭ রান করার পথে হিটম্যান ৪টি ছক্কা বিশাল ছক্কা মেরেছেন। টপকে যান বিশ্বকাপে ক্রিস গেইলের (Chris Gayle) ছক্কা মারার রেকর্ডও। বিশ্বকাপে গেইলের হাঁকানো ছক্কার সংখ্যা ছিল ৪৯। বিশ্বকাপে এখনও পর্যন্ত রোহিত মেরেছেন ৫১টি ছক্কা।

[আরও পড়ুন: সেমি যুদ্ধের ওয়াংখেড়েতে নাশকতার ছায়া! বাড়ল নিরাপত্তা]

এক বিশ্বকাপে সব চেয়ে বেশি ছয় মারার রেকর্ডও ভারত অধিনায়কেরই ঝুলিতে। এক্ষেত্রেও গেইলকে টপকান রোহিত। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা ক্যারিবিয়ান দৈত্য মেরেছিলেন ২০১৫ সালের বিশ্বকাপে। সেবার ২৬টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। রোহিতের এক বিশ্বকাপে হিটম্যানের মারা ছক্কার সংখ্যা এখন ২৭।
চলতি বিশ্বকাপে দেখা যাচ্ছে শুরুতেই ঝড় তুলছেন রোহিত। শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের পরীক্ষা নিচ্ছেন তিনি। এদিনও একইভাবে শুরু করেছিলেন রোহিত। তাঁর দুর্ভাগ্য পঞ্চাশ পেরনো হল না। 

Advertisement

 

[আরও পড়ুন: সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর! ওয়াংখেড়েতে বেকহ্যাম, শচীনের সঙ্গে মাতলেন আড্ডায়]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement