Advertisement
Advertisement
ODI World Cup 2023

ODI World Cup 2023: ‘কপিলকে আমন্ত্রণ না জানানো জাতীয় লজ্জা’, জয় শাহকে নিশানা কংগ্রেস-শিব সেনার

কপিল ব্রাত্য থাকায় বিতর্ক গোটা দেশ জুড়ে।

ODI World Cup 2023: Political leaders speak out as Kapil Dev was not among the invitees in the mega final । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 20, 2023 7:02 pm
  • Updated:November 20, 2023 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে ব্রাত্য কপিলদেব লিখাঞ্জ। এই বিতর্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। রাজনৈতিক রংও লাগছে এই ঘটনার প্রেক্ষিতে। মুখ খুলেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।
কংগ্রেসের বিধায়ক ওয়াদেত্তিয়ার এর পিছনে রাজনীতির গন্ধ পাচ্ছেন। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চাঁদের হাট বসেছিল। বলিউড অভিনেতা-অভিনেত্রীদের ভিড় ছিল। ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ। প্রাক্তন ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। কিন্তু আমন্ত্রিতই হননি ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল।
বিজয় ওয়াদেত্তিয়ার বলেছেন, ”এখন রাজনীতি সর্বত্র। ক্রিকেটই বা বাদ যায় কেন? এখানেও রাজনীতি রয়েছে। আর এই রাজনীতির কারণেই কপিল পাজিকে আমন্ত্রণ জানানো হয়নি।” 

[আরও পড়ুন: শামি-বুমরাহ-সিরাজ থাকলেও ফাইনালের পিচ কেন স্লো? প্রশ্ন তুলে দিলেন ব্রেট লি]

উদ্ধব ঠাকরে পন্থী শিব সেনার শীর্ষ নেতা সঞ্জয় রাউত আরও একধাপ এগিয়ে বিসিসিআই ও আইসিসি-র কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন। সঞ্জয় রাউত এক্স হ্যান্ডলে টুইট করেছেন, ”ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবকে আমন্ত্রণ জানানো হয়নি বিশ্বকাপ ফাইনালে। দেশের ক্রিকেট আইকনকে নির্লজ্জভাবে অসম্মান করা হয়েছে। ভারতকেও অসম্মানিত করা হয়েছে। কী লজ্জা? বিসিসিআই ও আইসিসি গোটা বিশ্বকে ব্যাখ্যা করে জানাক, শাসক দল কি তাদের চাপে রেখেছিল? এবং সেই কারণে কপিলদেবের মতো কিংবদন্তিকে আমন্ত্রণ জানানো হয়নি। ক্রিকেটবিশ্বের কাছে ব্যাখ্যা দিতে বাধ্য ওরা।”
কংগ্রেস নেতা জয়রাম রমেশ আযোজকদের একহাত নিয়েছেন। এক্স হ্যান্ডলে জয়রাম নরেশ পোস্ট করেছেন, ”আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনালে কপিলদেবকে আমন্ত্রণ জানানো হয়নি। এটা মেনে নেওয়া যায় না এবং অত্যন্ত ক্ষুদ্র মানসিকতার পরিচয় দেওয়া হয়েছে। কপিল, বিষেণ সিং বেদি হৃদয় দিয়ে কথা বলে। কয়েক মাস আগে বিক্ষুব্ধ মহিলা কুস্তিগিরদের হয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন কপিল।”
সেই কারণেই কি কপিল ব্রাত্য থেকে গেলেন?

Advertisement

[আরও পড়ুন: প্রচুর টাকার মালিক হলেও ফাইনালে রোহিতদের হার! প্রশ্ন শুনেই চটলেন প্রাক্তন তারকা]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement