Advertisement
Advertisement
ODI World Cup 2023

ODI World Cup 2023: কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছে কিউয়িরা, সেমি-যুদ্ধের আগে ইঙ্গিত রোহিতের

নিউজিল্যান্ড শৃঙ্খলাপরায়ণ একটা দল, বলছেন রোহিত।

ODI World Cup 2023: New Zealand seems to be the toughest opposition, says Rohit Sharma ahead of semi clash । Sangbad Pratidin

প্র্যাকটিসে হালকা মেজাজে রোহিত-রাহুল। ছবি-দেবাশিস সেন।

Published by: Krishanu Mazumder
  • Posted:November 14, 2023 8:45 pm
  • Updated:November 14, 2023 9:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের যুদ্ধে নামার আগে কিউয়িদের সমীহ করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ধরমশালায় কিউয়িদের হারিয়েছে টিম ইন্ডিয়া। তবে সেটা ছিল গ্রুপ পর্বের। সেমিফাইনাল অন্য যুদ্ধ। একবার পা হড়কালেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। রোহিত-ব্রিগেড জানেন তা। সেই কারণেই সতর্ক টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত অপরাজিত ভারত। তবুও রোহিত-ব্রিগেডের শরীরী ভাষায় অহং প্রকাশিত হচ্ছে না। সাংবাদিক বৈঠকে রোহিত ব্ল্যাক ক্যাপসদের প্রশংসা করে গেলেন। 

[আরও পড়ুন: কুলদীপ-ঘূর্ণি সামলাতে জানেন উইলিয়ামসন, শেষ চারের আগে সতর্কবার্তা সানির]

২০১৯ বিশ্বকাপের শেষ চারে ভারত মুখোমুখি হয়েছিল এই কিউয়িদেরই। ট্রেন্ট বোল্টের শুরুর স্পেল ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেয়। মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা মরিয়া লড়াই করেছিলেন ঠিকই। কিন্তু শেষরক্ষা আর হয়নি। এবারের সেমিফাইনালে নামার আগে নিউজিল্যান্ড প্রসঙ্গে রোহিত বলছেন, ”নিউজিল্যান্ডের বিরুদ্ধে যতবার আমাদের দেখা হয়েছে, ততবারই ওদের শৃঙ্খলাপরায়ণ একটা দল বলে মনে হয়েছে। প্রতিপক্ষের মানসিকতা খুব ভালো বুঝতে পারে কিউয়িরা। আমি বলব, সবচেয়ে শৃঙ্খলাপরায়ণ দল।” ২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল নিউজিল্যান্ড। চার বছর পরের বিশ্বকাপেও অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি তাঁরা। বুধবার অবশ্য অন্য এক লড়াই। সেই যুদ্ধের জন্য তৈরি দেশ। রোহিতরাও তৈরি। 

Advertisement

[আরও পড়ুন: চাপ কাটাতে বড় অস্ত্র ‘সিক্রেট ফ্যাশন শো!’ টিম ইন্ডিয়ার সাফল্যের কারণ জানালেন রোহিত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement