Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: হেলমেট ঠিক আছে তো? ম্যাথিউজের কাছে জানতে চাইলেন উইলিয়ামসন

রইল সেই ভিডিও।

ODI World Cup 2023: New Zealand captain Kane Williamson asks Angelo Mathews if he checks his helmet or not । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 9, 2023 7:07 pm
  • Updated:November 9, 2023 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রসিকতা করতে কি কখনও দেখা গিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে (Kane Williamson)? কিউয়ি অধিনায়ককে দেখে মনে হয় তিনি সব সময়েই সিরিয়াস। কিন্তু বৃহস্পতিবার অন্য অবতারে ধরা দিলেন কিউয়ি অধিনায়ক।
শ্রীলঙ্কার তারকা ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews) ব্যাট হাতে মাঠে নামতেই নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন জিজ্ঞাসা করেন ম্যাথিউজকে, হেলমেটের স্ট্র্যাপ ঠিকমতো বাঁধা আছে কিনা। হয়তো বলতে চেয়েছিলেন, হেলমেট ঠিক আছে তো?
উইলিয়ামসন ও ম্যাথিউজের এই রসিকতার মুহূর্ত সোশাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে। 

[আরও পড়ুন: ‘র‍্যাঙ্কিংয়ের সিংহাসন নয়, বিশ্বজয়ী হতে চাই!’ স্পষ্ট জানিয়ে দিলেন মহম্মদ সিরাজ]

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের মুহূর্ত চিন্নাস্বামীতে ফিরে আসে আবার। ‘টাইমড আউট’ বিতর্ক গ্রাস করেছে বিশ্বকাপকেও। শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে শাকিব আল হাসান ‘টাইমড আউট’-এর আবেদন করেন ম্যাথিউজের বিরুদ্ধে। শ্রীলঙ্কার ব্যাটারকে আউটও দেওয়া হয়। এই আউট নিয়েই যাবতীয় বিতর্ক। 

Advertisement

অ্যাঞ্জেলো ম্যাথিউজ সাংবাদিক বৈঠকে গিয়ে বিস্ফোরণ ঘটান। শাকিবের তীব্র সমালোচনায় ফেটে পড়েন। বাংলাদেশ ক্রিকেট নিয়েও সমালোচনা করেন ম্যাথিউজ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তার জের এখনও চলছে। 

 

[আরও পড়ুন: ‘আমার ছেলে ক্রিকেটার হোক, চাই না’, সাক্ষাৎকারে কেন এমন বললেন যুবরাজ?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement